চালু হল শাহরুখ খান স্কলারশিপ, মিলবে বিনামূল্যে পড়াশোনার সুযোগ! এভাবে করুন আবেদন

এবার বলিউডি অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) নামে অস্ট্রেলিয়াতে ভারতীয় শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে এক নয়া বৃত্তি পরীক্ষা। অনলাইনে সেই বৃত্তির জন্য আবেদনও শুরু হয়েছে। অস্ট্রেলিয়াতে অবস্থিত লা ট্রোব ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন মিলে শাহরুখ খান স্কলারশিপ 2022 এর ব্যবস্থা করেছে।

এই স্কলারশিপের জন্য আবেদন করার শেষ তারিখ হলো আগামী 23 শে সেপ্টেম্বর 2022। এই পদের জন্য যোগ্য শিক্ষার্থীরা লা ট্রোব ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট, latrobe.edu.au-তে গিয়ে আবেদন করতে পারেন। গত 18 আগস্ট শুরু হয়েছে এই আবেদন।

এই স্কলারশিপের জন্য লা ট্রোব ইউনিভার্সিটি এবং ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন এর সাথে হাত মিলিয়েছেন বলি বাদশা শাহরুখ খান। ভারতীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বার্থে শুরু করা হয়েছে এই স্কলারশিপ। এর আগে গত 2019 সালে প্রথমবারের জন্য এই স্কলারশিপ শুরু করা হয়। ইতিমধ্যে 8000 শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করেছেন।

কারা আবেদন করতে পারবেন : এক্ষেত্রে আবেদনকারীকে অতি অবশ্যই ভারতীয় হতে হবে। তবে পুরুষরা এই স্কলারশিপের সুবিধা পাবেননা। একমাত্র মহিলারা যারা গত 10 বছরের মধ্যে স্নাতকোত্তর গবেষণা ডিগ্রি সম্পন্ন করেছেন তারাই যোগ্য প্রার্থী। এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থী চার বছরের জন্য লা ট্রোব ইউনিভার্সিটিতে পুরো ফি রিসার্চ স্কলারশিপ হিসেবে পেয়ে যাবে।

scholarships in india

প্রসঙ্গত প্রথমবার এই স্কলারশিপ তুলে দেওয়া হয় কেরালার ত্রিশুরের গোপিকা কোত্তানথারাইলের হাতে। এই বছরও 800 জন শিক্ষার্থীকে দেওয়া হবে এই স্কলারশিপ। মহিলাদের উচ্চশিক্ষার স্বার্থে শুরু করা হয়ছে এই বৃত্তি ব্যবস্থা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button