সারেগামাপায় পদ্মপলাশের জয় নিয়ে পক্ষপাতের অভিযোগ! এবার মুখ খুললেন দেব

সদ্যই শেষ হয়েছে সারেগামাপা (Sa Re Ga Ma Pa) ২০২২-এর সফর। জি বাংলার এই রিয়ালিটি শো-এর বিজয়ী হয়েছেন লক্ষ্মীকান্তপুরের ছেলে পদ্ম পলাশ হালদার (Padma Palash Halder) ও অস্মিতা কর (Asmita Kar)। এর মাঝেই শুরু হয়ে গিয়েছে বিতর্ক, চলছে বিস্তর কাটাছেঁড়া। তবে এই প্রথম নয়, ২০২১ সালের সারেগামাপা বিজয়ী অর্কদীপ মিশ্রও এই এক অভিজ্ঞতার সাক্ষী।

আসলে পদ্মপলাশ এবং অর্কদীপ দুজনেই একই ঘরানার গায়ক এবং দুজনেই বিজয়ী। পর পর দু’বছর লোকসঙ্গীতের ঘরানা থেকেই বিজয়ী পেয়েছে সারেগামাপা-র মঞ্চ। আর এটা নিয়েই উঠেছে প্রশ্ন। নেটিজেনদের বক্তব্য, ‘শুধুমাত্র কীর্তন, লোকগান গেয়ে কেউ কীভাবে জয়ী হতে পারে?’

আর এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন সারেগামাপা-র লোকগানের প্রশিক্ষক, গবেষক দেব চৌধুরী। দেব জানিয়েছেন, এর আগে যখন অর্কদীপ জয়ী হয়েছিল তখনও বিতর্ক তৈরি হয়েছিল, এবার পদ্মপলাশের ক্ষেত্রেও বিতর্ক হচ্ছে। সমালোচকদের কটাক্ষ করে তিনি বলেন, ‘আসলে আমরা মুখেই যত বাঙালিয়ানার বড়াই করি, আসলে আমরা নিজের সংস্কৃতি নিয়ে উদাসীন।’

পাশাপাশি তিনি আরো বলেন, ‘পদ্মপলাশকে নিয়ে পক্ষপাতের অভিযোগ প্রসঙ্গে দেব চৌধুরী বলেন, সারেগামাপা-র মঞ্চে যারা গুরু, মহাগুরু, বিচারক রয়েছেন, তারা অনেক বড় মাপের মানুষ। তাদের ক্ষেত্রে এইরকম অভিযোগ ভীষণভাবেই ভুল, এই অভিযোগের অর্থ গোটা সংস্কৃতির অপমান ও অসম্মান।’

দেব চৌধুরীর কথায়, ২০১৯-এ একবার উত্তর ২৪ পরগনার একটা স্টেশনে পৌঁছে দেখেন রাধামাধবের মন্দিরে একটি ছেলে পদাবলী কার্তনের সঙ্গে নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত, এমনকি মান্না-দের গান মিশিয়ে গাইছেন। সেই ছেলেটিই আজকের পদ্মপলাশ। পাশাপাশি নিজের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন তিনি।

padma palash halder 1264x720

কারণ কালীকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুর পর তার জায়গায় প্রতিনিধিত্ব করা মুখের কথা নয়। দেবের কথায়, ‘আমিও এখন আমার মতো করে এই মঞ্চের মাধ্যমে লোকগানকে তুলে ধরার চেষ্টা করছি। আর এই স্বাধীনতা দেওয়ার জন্য রথীজিৎ ভট্টাচার্য ও পরিচালক অভিজিৎ সেনকে ধন্যবাদ জানাতে ভোলেননি দেব চৌধুরী।’

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button