মাসে কয়েক কোটি টাকা আয়! সইফ আলি খানের মোট সম্পত্তির পরিমাণ জানলে চোখ কপালে উঠবে

বলিউডে রয়েছন বহু খান, কিন্তু বাদশাহ যদি শাহরুখ (Shah Rukh Khan) হন তো নবাব হলেন সইফ আলি খান । বলিউডে টিকে আছেন আজ বছর ৩০ হলো। একাধিক হিট ছবিতে দেখা গিয়েছে তাকে। শুধু তাই না, অনেক বিজ্ঞাপনী প্রচারেও দেখা গিয়েছে তাকে। তিনি যে কোটিপতি এবিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু কত সম্পত্তি রয়েছে তার? চলুন আজ সেটাই জানা যাক।

সদ্য পঞ্চাশের গণ্ডি পার করেছেন নবাব সইফ আলি খান। তার সম্পত্তির হিসেবে রইবে পতৌদির প্যালেস। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় যে, পতৌদির সেই প্যালেসের দাম আজ প্রায় ৮০০ কোটি টাকা। যদিও নিজের পৈতৃক সম্পত্তি হওয়ার পরেও তা উদ্ধার করতে বেশ সময় লেগেছে, সাথে জলের মতো টাকা খরচ হয়। এর আগে এক হোটেল চেনের কাছে ছিল সেই প্রপার্টি।

নিজের প্রপার্টি উদ্ধার করতেই হিমশিম খান নবাব। অবশেষে সেই সম্পত্তি আসে তার ঝুলিতে। তবে টাকার কম নেই তার কাছে। একইসাথে দুই প্রযোজনা সংস্থার মালিক তিনি। কানাঘুশোয় শোনা যায় যে, বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১১৮০ কোটি টাকা! এছাড়া তার মাসিক আয়ের কথা জানলেও অবাক হবেন আপনি।

মাসিক ৩০ কোটি টাকা আয় করেন সইফ আলি খান। এছাড়া বলিউডের গসিপে কান পাতলেই শোনা যায় যে, ‘দিল চাহতা হ্যায়’ ছবি থেকে তার আয় হয় ১০ থেকে ১৫ কোটি টাকা। এছাড়া বিজ্ঞাপনী প্রচারের জন্য প্রায় ৫ কোটি টাকা আয় হয় তার।

kareena taimur saif

প্রসঙ্গত নবাব অফ পতৌদি তার স্ত্রী করিনা কাপুরকে নিয়ে বান্দ্রার এক অতীব আলিশান বাড়িতে থাকেন। অভিজাত্য এবং বিলাসিতার সমস্ত ছোঁয়া রয়েছে সেই বাড়িতে। এর আগে বিখ্যাত ফর্চুন হাইসটের বাংলোয় থাকতেন তাঁরা। নতুন বাড়িতে পৌঁছানোর পর নিজেদের পুরনো বাড়ি ভাড়ায় দিয়ে দেন তারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button