ভারতে কমতে চলেছে সবকিছুর দাম! মূল্যবৃদ্ধি নিয়ে সুখবর শোনাল RBI, স্বস্তি জনতার

অবশেষে সুখবর শোনাল রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)। না, রেপো রেট কমানোর ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি কেন্দ্রীয় ব্যাংকের তরফে। ফলে ঋণের দাম এখনো বেশীই থাকতে চলেছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে অন্য কথা। RBI-এর মনিটারি পলিসি কমিটির (RBI MPC) সদস্য আশিমা গোয়েল রবিবার জানিয়েছেন যে, শীঘ্রই দেশের অন্দরে থাকা মুদ্রাস্ফীতির হার কমতে চলেছে।

এতদিন মুদ্রাস্ফীতি (Inflation) অনেকখানি বেড়ে যাওযার কারণে সমস্ত পণ্যের দাম বাড়তে শুরু করে। কিন্তু এবার সেটি নিয়ন্ত্রণে এলে অনেক কিছুই সস্তা হবে বলে খবর আসছে। একইসাথে মুদ্রাস্ফীতির অংক কমে গেলে রেপো রেটের (Repo Rate) অংকও কমিয়ে দেওয়া হবে RBI এর তরফে।

প্রথমে করোনা ভাইরাস এবং তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সারাবিশ্বেই মুদ্রাস্ফীতি ব্যপকহারে বাড়তে থাকে। এরমধ্যে ভারতের অবস্থা বাকি বিশ্বের চেয়ে মোটামুটি ভালো পর্যায়ে রয়েছে। বিশেষ করে মুদ্রাস্ফীতি এখনো ৭% এর নিচেই রয়েছে। এবার খবর এসেছে যে, শীঘ্রই সেই অংক আরো কমতে চলেছে।

rbi reserve bank

বহুদিন ধরেই RBI বহুপ্রকার পদক্ষেপ নিয়েছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে। আর সেই কারণে বিশ্বের বাকি দেশগুলোর তুলনায় অপেক্ষাকৃত ভালো স্থানে রয়েছে ভারত। কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে কিনা বললে আশিমা গোয়েল বলেন যে, আপাতত সেটি ধীরে ধীরে কমে আসছে। যদিও বাহ্যিক চাহিদার অভাবের কারণে রেট খুব বেশী বাড়ানো হয়নি RBI এর তরফে।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসলে রেপো রেটের পরিমাণও অনেকটা কমবে বলেই জানিয়েছে আশিমা গোয়েল। যদিও গত বছরের মে মাস থেকে রেপো রেট ২.৫% বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফে। আবার চলতি অর্থবছরে মুদ্রাস্ফীতি ৬.৭% থেকে কমে ৬.৫% এ নামবে বলে আশা করা হচ্ছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button