ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে বড় খবর! নয়া নিয়ম চালু করছে RBI, প্রভাব পড়বে সবার উপর

এবার পুজোর মরশুমের আগে বড়সড় আপডেট নিয়ে হাজির হয়েছে রিজার্ভ ব্যাংক (Reserve Bank Of India)। ১ লা অক্টোবর থেকে ব্যাংকের (Bank) তরফে জারি করা ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়মাবলিতে পরিবর্তন আনছে কেন্দ্রীয় ব্যাংক। তাই আপনিও যদি ডেবিট এবং ক্রেডিট কার্ডে লেনদেন করেন তাহলে এই প্রতিবেদন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন।
বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে ক্যাশের পরিবির্তে কার্ডের ব্যাবহার বেড়েছে অনেকখানি। কার্ড ব্যাবহার যেমন নিরাপদ তেমনই সহজ এই প্রক্রিয়া। কিন্তু এবার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের ব্যবহারে আমূল বদল আনতে চলেছে RBI।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক কয়েক মাস আগে টোকেনাইজেশন সিস্টেম নিয়ে আসে। নয়া এই সিস্টেমে কার্ড ব্যবহারকারীরা আরো বেশি সুরক্ষা এবং সুবিধা উপভোগ করতে পারবেন। আর সেই সাথে পেমেন্ট সিস্টেমের ব্যবস্থাও আগের চেয়ে অনেক উন্নত হবে। টোকেনাইজেশন সিস্টেম লাগু হওয়ার পর থেকে কার্ড জালিয়াতি সংখ্যা কমবে অনেকাংশে।
রিজার্ভ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যনুযায়ী, নতুন টোকেন ব্যবস্থার আওতায় ডেবিট ও ক্রেডিট কার্ডের সম্পূর্ণ ডেটা ‘টোকেন’-এ রূপান্তরিত হবে। যা ব্যবহারের সময় কার্ডের সমস্ত তথ্য লুকিয়ে রাখবে। আর নিজের কার্ডকে টোকেন করার প্রক্রিয়াও খুবই সহজ। আপনি চাইলেই কার্ডটিকে টোকেনে রূপান্তর করতে পারেন।
একবার টোকেনে রূপান্তর করার পর যেকোনো শপিং ওয়েবসাইট বা ই-কমার্স ওয়েবসাইটে গিয়ে আপনাকে আর কার্ডের তথ্য দিতে হবে না। সেখানে আপনি কার্ডকে টোকেন হিসেবে স্বংরক্ষণ করতে পারেন। আর এই ব্যবস্থার মাধ্যমে ভারতীয় রিজার্ভ ব্যাংক কার্ড থেকে পেমেন্ট করার ব্যবস্থাকে আরো সুরক্ষিত করতে পেরেছে।
রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মের উদ্দেশ্য হলো ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট আগের থেকে আরও নিরাপদ করা। নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে, গ্রাহক যদি ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন, পয়েন্ট অফ সেল (PoS) বা অ্যাপে লেনদেন করেন তবে সমস্ত বিবরণ এনক্রিপ্ট করা কোডে সংরক্ষণ করা হবে।