এবার HDFC-কে বড় ঝটকা দিল RBI, কড়া শাস্তির মুখে ব্যাঙ্ক! প্রভাব পড়বে গ্রাহকদের উপর?

HDFC ব্যাঙ্কের ওপর মোটা জরিমানা আরোপ করা হয়েছে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফে। সেখানে RBI ৫ লক্ষ টাকা জরিমানা করেছে HDFC কে। জানা যাচ্ছে NHB (National Housing Bank) এর নিয়ম অমান্য করায় এমন জরিমানা দিতে হবে HDFC কে।
RBI এর তরফে জারি করা নোটিফিকেশনে বলা হয়েছে যে, ২০১৯-২০ অর্থবর্ষে কিছু গ্রাহকের ম্যাচিওরিটি সম্পূর্ন হলেও তাদের অ্যাকাউন্টে টাকা দিতে পারেনি HDFC। সেজন্য কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংক’কে। HDFC এর তরফে সেই নিয়ে উত্তরও পাঠানো হয়।
RBI জানিয়েছে, ‘কোম্পানির উত্তর বিবেচনা করার পরে, রিজার্ভ ব্যাংক এই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিয়মগুলি না মেনে চলার অভিযোগ যথেষ্ট এবং এর জন্য জরিমানা আরোপ করা উচিত।’ এরপরই HDFC তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তারা উত্তর দিয়েছে যে, RBI এর নির্দেশ মতো সমস্ত পদক্ষেপ নেবে তারা।
উল্লেখ্য, শুধু HDFC নয়, আরো একটি হাউজিং ফাইন্যান্স কর্পোরেশনকে ১১.২৫ লক্ষ টাকার জরিমানা করেছে RBI। নিয়ম অমান্য করার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তরফে।