৮ মাস আনলিমিটেড কল, ইন্টারনেট! ২৪০ টাকায় বাজার কাঁপানো অফার Jio-র

মার্কেটে জিও (Jio) নিয়ে এসেছে আরো একটি প্ল্যান। সেখানে গ্রাহকদের জন্য দারুণ সুবিধা দিচ্ছে তারা। অফুরন্ত ডেটার সুবিধা মিলবে এই প্ল্যানে। নতুন প্ল্যানটি মোবাইল ব্যবহারকারিদের জন্য দারুণ প্রমাণিত হতে পারে। চলুন তাহলে দেরী না করে জানাই প্ল্যানটির বিষয়ে।

২০২৩ সালের কথা মাথায় রেখে ২০২৩ টাকাতে এই প্ল্যানটি লঞ্চ করেছে তারা। ভরপুর হাইস্পিড ডেটা এবং ৮ মাসের বৈধতার প্ল্যানটি গ্রাহকদের জন্য খুবই উপযোগী প্রমাণিত হতে পারে। SMS, ভয়েস কল, সমস্ত সুবিধাই উপলব্ধ সেখানে।

jio true 5g 16617674403x2

জিওর ২০২৩ টাকার প্ল্যানের সুবিধা

  • ১) বৈধতা: মোট ২৫২ দিন, অর্থাৎ ৮ মাস ১২ দিনের কাছাকাছি।
  • ২) ডেটা কত পাওয়া যাবে : দৈনিক ২.৫ জিবি, অর্থাৎ মোট ৬৩০ জিবি। এরপর ৬৪ কেবি প্রতি সেকেন্ড গতিতে আনলিমিটেড ডেটা মিলবে।
  • ৩) বাকি কি কি মিলছে : আলনলিমিটেড কল, দৈনিক ১০০টি SMS এর সুবিধা এবং Jio App গুলোর সাবস্ক্রিপশন মিলবে।

jio 5g launch sixteen nine

কেন এই প্ল্যান রিচার্জ করবেন : আসলে এই প্ল্যানটি ৮ মাসেরও বেশি সময় আপনাকে সুবিধা দেবে। এক্ষেত্রে প্রতি মাসে মাত্র ২৪০ টাকা রিচার্জ করলেই হবে। যেখানে বাকিক্ষেত্রে আপনাকে ডেটা বেশি পেতে চাইলে খরচও বেশি করতে হয়, সেখানে এই প্ল্যানে কম মূল্যেই দারুণ সুবিধা পাওয়া যাচ্ছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button