সিনেমায় অভিনয়ের জন্য সত্যিই ৪০ লাখ টাকা নেন? জেনে নিন বনি সেনগুপ্তর আসল পারিশ্রমিক কত

পশ্চিমবঙ্গের (West Bengal) বুকে দুর্নীতি একটা গুরুগম্ভীর সমস্যা। সারদা, নারদার মতো বিষয় সামনে এসেছে নিকট অতীতে। কিন্তু নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) মত কোনোকিছুই এতটা প্রভাব ফেলেনি। শাসকদলের বহু রাঘববোয়াল জেলে গিয়েছেন এই কারণে। কিন্তু শিক্ষক নিয়োগের দুর্নীতিতে বনি সেনগুপ্তের (Bonny Sengupta) মতো অভিনেতার নাম জড়িয়েছে দেখে কিছুটা হতবাক সাধারণ মানুষ।

রাজ্যে ঘটে যাওয়া নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (ED এবং CBI) সদস্যরা কেঁচো খুঁড়তে কেউটে বের করেছেন। একে একে প্রকাশ্যে আসছে সমস্ত কু-চক্রীর নাম। বনি সেনগুপ্ত এবং বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তী (Soma Chakraborty) সেই তালিকায় নতুন সংযোজন। অনেকেই বুঝে উঠতে পারছেন না, কীভাবে এতসংখ্যক মানুষ জড়িয়ে রয়েছেন একটাই দুর্নীতির মধ্যে।

ed raidnsgs87 16589882413x2

তৃণমূল নেতা কুন্তল ঘোষকে (Kuntal ghosh) গ্রেফতার করে জেরা করতেই বনির নাম সামনে এসেছে। আর সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে বনি জানান যে, কুন্তল ঘোষ নাকি তাকে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছেন দুটি ছবির অগ্রিম বাবদ। এবার তারপর থেকেই প্রশ্ন উঠছে বনি ঠিক কত টাকা পারিশ্রমিক (Remuneration) হিসেবে নেন? এবিষয়ে টলিপাড়ার (Tollywood) হর্তাকর্তারা কী বলছেন?

ঘটনা প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রিয় অভিনেতা বলেন, “বর্তমান সময়ে টলি ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি পারিশ্রমিক পান দেব, জিৎ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরা প্রথম সারিতে রয়েছে। দ্বিতীয় সারিতে রয়েছে সোহম চক্রবর্তী, অঙ্কুশ হাজরাদের মতো তারকা। আর তার পর আসে বনি। অর্থাৎ তৃতীয় সারিতে রয়েছে সে। আমি যতদূর জানি প্ৰতি ছবির জন্য ১২ থেকে ১৫ লক্ষ টাকা নিয়ে থাকে। তবে এখন বাড়িয়েছে কি না, তা জানি না।”

আবার, বনির কাছের এক প্রযোজক এই সম্বন্ধে বলেন, “কোনো প্রযোজকের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে বর্তমানে পারিশ্রমিক হিসেবে ১৫ লক্ষ টাকা নেন বনি। তবে অনেক ক্ষেত্রে ২০ লক্ষও নেন অভিনেতা।” কিন্তু সেক্ষেত্রেও প্রশ্ন উঠছে, ছবির কোনো চুক্তি করেননি অভিনেতা, তারপরেও কীভাবে এত টাকা পেলেন তিনি? উল্লেখ্য, বনির কাছের প্রযোজকই জানান, তারা ১০ থেকে ১৫% অগ্রিম দেন। কিন্তু বনি কীভাবে এত টাকা অগ্রিম পেলেন কুন্তল ঘোষের কাছে সেটা একমাত্র তিনিই বলতে পারেন।

331101912 935570674123734 927899494367987558 n

কিন্তু সমস্ত হিসেব উল্টে যাচ্ছে অন্য যায়গায়। কারণ কুন্তল ঘোষ বনিকে দুটি ছবির জন্য ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা অগ্রিম দেন। কিন্তু সেই ঘটনা ২০১৭ সালের। বনি তখন সবেমাত্র কেরিয়ার শুরু করেছেন। তাহলে ক্যারিয়ারের শুরুতেই কীভাবে এত মোটা অংকের টাকা পেলেন তিনি? সাথে আরো এক বিষয়ে সন্দেহের দানা বেঁধেছে।

বনি কুন্তল ঘোষের থেকে টাকা নিয়েছিলেন বটে, কিন্তু অগ্রিম টাকা নিয়েও কুন্তলের ছবিতে কাজ করা হয়নি বনির। যদিও প্রসঙ্গ ঘোরাতে বনি বলেন যে, তিনি নাকি স্টেজ শো করে কুন্তলের ওই টাকা পুষিয়ে দেন। এদিকে জানা যাচ্ছে, স্টেজ শো করতে মাত্র দেড় থেকে দু’লক্ষ টাকা পারিশ্রমিক নেন বনি, সেখানেও হিসেব মেলানো সম্ভব হচ্ছেনা। তাই এখন যে বেশ লম্বা তদন্ত চালাবে ED সেবিষয়ে নিশ্চিৎ সবাই। দেখার বিষয় এটাই যে, আর কে কে জড়িয়ে রয়েছেন এই কুকর্মের মধ্যে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button