বড় ঘোষণা সরকারের! এবার ফ্রি রেশনের পাশাপাশি মিলবে এই সুবিধাও, শুনেই খুশি হবেন সবাই

দেশবাসীর স্বার্থে বিভিন্ন জনহিতৈষী প্রকল্প রয়েছে সরকারের। আপনি যদি কেন্দ্র বা রাজ্য সরকারের সেরকমই কোনো জনহিতৈষী স্কীমের অধীনে বিনামূল্যে রেশন (Ration) নিয়ে থাকেন তাহলে এবার থেকে আরো অতিরিক্ত সুবিধা পেতে চলেছেন আপনারা। সরকারের নয়া ঘোষণা অনুযায়ী রেশন কার্ড (Ration Card) থাকলে এবার বিনামুল্যে চিকিৎসার সুবিধাও মিলবে!

সরকার এবার নিয়া পরিকল্পনা নিয়েছে দেশের জনগণের স্বাস্থ্য পরিষেবার জন্য। রেশন কার্ড থাকলেই পাওয়া যাবে বিনামুল্যে স্বাস্থ্য পরিষেবা। কিন্তু সমস্ত কার্ডধারীদের এই সুবিধা দিচ্ছেনা সরকার। শুধুমাত্র অন্ত্যোদয় রেশন কার্ডধারীরা বিনামূল্যে রেশনের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।

কী জানিয়েছে সরকার : সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত অন্ত্যোদয় কার্ডধারীদের এবার বিনামূল্যে চিকিৎসার জন্য তৈরি করে দেওয়া হবে আয়ুষ্মান কার্ড তৈরি করা হবে। আর দেশের সাধারণ মানুষ যাতে এই সুবিধা উপভোগ করতে পারে সেইজন্য ব্যাপক প্রচার চালানো হচ্ছে।

আপনি রেশন কার্ড দেখিয়ে জনসুবিধা কেন্দ্রে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারেন। উত্তরপ্রদেশের যোগী সরকার জানিয়েছে যে, ইতিমধ্যেই অন্ত্যোদয় কার্ডধারীদের আয়ুষ্মান কার্ড তৈরি করার নির্দেশ দিয়েছে তারা। আর সেইজন্য বিভিন্ন জেলাতে সেই অভিযান চালানো হচ্ছে।

antyodaya anna yojana ration card

বিনামুল্যে মিলবে সুচিকিৎসা : সরকারের এই সিদ্ধান্তের পর আপনার চিকিৎসার জন্য আর আপনাকে চিন্তা করতে হবে না। সরকার অবশ্য এক্ষুনি সবার আয়ুষ্মান কার্ড তৈরি করছে না, তালিকায় যাদের নাম রয়েছে কেবল তাদেরই কার্ড তৈরি করা হচ্ছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button