এখনো করতে পারেনি কেউ! অসম্ভবকে সম্ভব করে ইতিহাস গড়ল টাটার এই ইলেকট্রিক গাড়ি

সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicle) জনপ্রিয়তা বাড়লেও গাড়িগুলো ঠিক কতদূর যেতে পারবে তাই নিয়ে অনেক গ্রাহক বেশ সন্দিহান। কিন্তু টাটা মোটরসের (Tata Motors) সর্বাধিক বিক্রীত গাড়ি Nexon EV এবার এক নতুন রেকর্ড গড়েছে। টাটারা জানিয়েছে যে, তাদের Nexon EV SUV টি শ্রীনগর থেকে কন্যাকুমারী অবধি পৌঁছেছে।

এই ঘটনার ফলে গাড়িটি ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম নথিভুক্ত করেছে। মাত্র ৯৫ ঘন্টা ৪৬ মিনিটে ৪০০৩ কিলোমিটার যাত্রা শেষ করেছে। অর্থাত ১ দিনে গাড়িটি ১০০০ কিলোমিটারের বেশি রাস্তা কভার করেছে। এবার গাড়িটির নাম ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নথিভুক্ত হয়েছে। শুধু তাই নয়, আর একটি বড় লক্ষ্য অর্জন করেছে গাড়িটি।

Tata Nexon বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা লাদাখের উমলিং লা পাসে পৌছে আরো একটি রেকর্ড নিজের নামের সাথে জুড়েছে। আপনাদের জানিয়ে রাখি যে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯,০২৪ ফুট উচ্চতায় রয়েছে এই রাস্তাটি। 141bhp এবং 250Nm টর্কের শক্তিশালি ইঞ্জিনের জন্যে এই রেকর্ড হাসিল করতে পেরেছে গাড়িটি।

আপনাদের জানিয়ে রাখি যে, গাড়িটি একবার চার্জে ৪৩৭ কিমি অবধি চলতে পারে। এছাড়া ৯ সেকেন্ডেরও কম সময়ে ০-১০০ গতিবেগ ওঠানো সম্ভব। সর্বোচ্চ ১৪০ কিমি বেগে যেতে পারে গাড়িটি। ভারতীয় গাড়ির বাজারে এক রেকর্ড হিসেবে প্রমাণিত হয়েছে টাটা নেক্সন।

tata nexon eefce3

আপনাদের এও জানিয়ে দিই যে, গাড়িটির সাথে সাথে আপনি ৭.২ কিলো ওয়াটের চার্জারও পেয়ে যাবেন। যা ৬.৫ ঘন্টার মধ্যে গাড়িটিকে ১০০% চার্জ করে দেয়। আপনাদের জনিয়ে রাখি যে, নেক্সন গড়ে ৩০০ কিমি রেঞ্জ দিয়েছে গ্রাহকদের।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button