অজস্র ফলোয়ার্স, তবে রতন টাটা অনুসরণ করেন শুধুমাত্র একজনকেই! কে সে! জানলে অবাক হবেন

দেশের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা (Ratan Tata)। তার টাটা গ্রুপ (Tata Group) যেমন মানুষের সাহায্যে কাজ করে একইসাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও অগ্রণী ভূমিকা পালন করেছে। টাটা গ্রুপ, বিশেষ করে রতন টাটাকে মানুষ বেশ সমীহর চোখেই দেখেন। তার জনহিতৈষী কাজের জন্য আজও মানুষের মাঝে বেশ সম্মান লাভ করেন তিনি।
টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটা। এই ৮৫ বছর বয়সেও ইনস্টাগ্রামে তার দৈনন্দিন জীবনের আপডেটগুলি শেয়ার করেন। সেখানে নিজের এবং বিভিন্ন পুরনো স্মৃতিকথা তুলে ধরেন রতন টাটা। মুখ্যত সোশ্যাল মিডিয়াতে জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপন করতেই এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করেন রতন টাটা।
৮৫ বছর বয়সী শিল্পপতিকে ৮.৫ মিলিয়ন মানুষ ফলো করেন, কিন্তু আপনি কি জানতেন যে, রতন টাটা শুধুমাত্র একজনকেই ফলো করেন! হ্যাঁ এটাই সত্যি। রতন টাটা শুধুমাত্র টাটা ট্রাস্টকেই অনুসরণ করেন। উল্লেখ্য, টাটা ট্রাস্ট রতন টাটার মালিকানাধীন একটি সংস্থা।
গত ১৯১৯ সালে এই টাটা ট্রাস্টের স্থাপনা করা হয়। বর্তমানে টাটা ট্রাস্ট এখন ভারতের প্রাচীনতম অনুদান প্রদানকারী ফাউন্ডেশনগুলির মধ্যে একটি।টাটা ট্রাস্ট গত প্রায় এক শতাব্দী ধরে, উন্নয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংস্থাটির ইনস্টাগ্রামেও তার প্রকাশ পায়। আর এই সংস্থাকেই ফলো করছেন রতন টাটা।