নায়িকা হতে বদলে ফেলেছিলেন পরিচয়, কোয়েল মল্লিকের আসল নাম কী? জানলে অবাক হবেন

কোয়েল মল্লিক (Koel Mallick), টলি ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত অভিনেত্রী তিনি। ‘বাপ কা বেটি’ তিনি। রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) যেমন চুটিয়ে অভিনয় করেছেন, তেমনই কোয়েল মল্লিকও রাজ করেছেন ইন্ডাস্ট্রি জুড়ে।

বর্তমানে অবশ্য আর তেমন দেখা যায়না তাকে। কিন্তু সুপারস্টার খ্যাতিতে কোনো খামতি আসেনি। জানলে অবাক হবেন যে, বাবার কারণে নয়, কোয়েল মল্লিক ইন্ডাস্ট্রিতে পদার্পণ করেছিলেন নিজের যোগ্যতায়। দীর্ঘ ২ দশক ধরে ইন্ডাস্ট্রিতে সুপারস্টার তকমা ধরে রেখেছেন তিনি।

বড়পর্দায় প্রথম পদার্পণ করেন জিতের সাথে “নাটের গুরু” সিনেমার মধ্যে দিয়ে। সিনেমাটি তাকে এতটাই জনপ্রিয়তা এনে দেয় যে, আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। দীর্ঘদিন অভিনয় করেছেন টলিউডে। এতদিন ধরে কাজ করার পরেও কেও তার বিরুদ্ধে কোনো বাজে কথার প্রয়োগ করতেও পারেনি।

বিতর্ক বা সমালোচনা, এসব থেকে বহুদূরে থাকেন তিনি। ভক্তদের মাঝেও তাই খুবই পছন্দের পাত্রী তিনি। জিৎ, দেব, যীশু, আবির সহ একাধিক অভিনেতার সাথে অভিনয় করেছেন তিনি। কিন্তু কোনোদিনই বিতর্কে জড়াননি তিনি। আবার এটা জানলেও অবাক হতে হয় যে, বাকিদের মতো পড়াশোনার ক্ষতি করে অভিনয়ে আসেননি তিনি।

মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে অভিনয় জীবন শুরু হয় তার। পড়াশোনা শেষ করে অনেক পরিশ্রম করে তবেই অভিনয় জীবনে পা দেন তিনি। আর আজ ৪০ পেরিয়ে গেলেও সমান বিখ্যাত তিনি। লাস্য, রুপ, অভিনয়ে কোনো ষোড়শী বা অষ্টাদশীকেও টেক্কা দিতে পারেন তিনি।

koel

কিন্তু যে নামে বিখ্যাত তিনি, সেই নাম কিন্তু তার আসল নাম নয়। কোয়েল মল্লিকের আসল নাম রুক্মিণী মল্লিক। কোয়েল গত ২০১০ সালে নিসপাল সিংকে বিয়ে করেন। ২০২০ সালে জন্ম হয় তার সন্তান কবীরের।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button