অবশেষে ফাঁস প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ের তারিখ! এই দিন ছাদনাতলায় বসছেন টলিউডের সেরা জুটি

টলিউডের (Tollywood) সবচেয়ে হিট কাপল বললে প্রথম সারিতে আসবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) নাম। দুজনের সম্পর্কের রসায়ন আজও জনগণের কাছে অন্যতম আলোচনার বিষয়। মানুষ এই জুটিকে একসাথে দেখার টানেও ছুটে গিয়েছে সিনেমাহলে। তবে শুধুই পেশাগত সম্পর্কে আটকে রাখলে হবেনা তাদের, নিজেদের ব্যক্তিগত রসায়নও কম কিছু নয়। কিন্তু এবার ঘোষণা হলো ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। তবে কি এবার চতুর্থ বিয়ে করতে চলেছেন বুম্বাদা?

বিগত কয়েক দশক ধরে এই জুটিকে একত্রে দেখে চোখ জুড়িয়েছে সাধারণ মানুষ। তাই তাদের বিয়ের খবর শুনে নড়েচড়ে বসেন তারা। ঘোষণাটা করেন খোদ প্রসেনজিৎ। এমনকি আমন্ত্রণ পত্র পাঠিয়ে দেন দুজনে! সেখানে লেখা ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত তিন দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পর এবার আমরা নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি- প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা।’

তার সাথে প্রসেনজিৎ গুরুজনদের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান। সেখানে আরো লেখেন কারা কারা এই বিয়ের দায়িত্বে রয়েছেন। পত্রেই উল্লেখ রয়েছে দুই তারকার বিয়ের সমস্ত দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা আর তার হাট্টিমাটিম টিম। পাকা দেখা থেকে বিয়ের জোগাড় করা সবই তার তত্বাবধানেই চলছে। এদিকে বিয়ের ঘটকালি করেছেন পল্লবী চট্টোপাধ্যায়। বাকি সমস্ত কিছু জোগাড় করার জন্য রয়েছেন মোহর এবং শর্মিষ্ঠা।

আমন্ত্রণ পত্রের শেষ ছত্রে লেখা ডিজিটাল পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। বিনীত/ বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।’ আর সেখানে তিনি আরো বলেন, ‘বিয়ে সম্পর্কিত যে কোনো বিষয়ে খোঁজ নিতে লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’
এতদূর অবধি পড়ে রীতিমত অবাক জনতা। তাহলে কি বুম্বাদা চতুর্থ বারের জন্য বিয়ে করছেন ঋতুপর্ণাকে।

কিন্ত না, বিয়ে করছেন না তারা। এটা আদতে একটি সিনেমা। আর এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট শর্মা। তবে তিনি যে তার ছবির প্রচারের জন্য প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে পূর্ন ব্যাবহার করছেন সেই নিয়ে কোনো দ্বিমত নেই। বেশ নাটকীয়ভাবে ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছেন তারা দুজনে।

prosenjit chatterjee11640342548

কবে বিয়ে করছেন, থুড়ি কবে সিনেমা মুক্তি পাবে সেই ব্যাপারে ঘোষণা হবে আজই। যদিও টলিপাড়ায় গুঞ্জন ২৫ নভেম্বর মুক্তি পাবে সিনেমা। ওইদিনই চার হাত এক হবে এই হিট কাপলের। যদিও সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে নতুন কাওকে, কিন্ত ছবিতে ক্যামিও করতে পারেন প্রসেনজিৎ ঋতুপর্ণা। আর তারই মধ্যে এহেন অভিনব পদ্ধতিতে প্রচার চালাচ্ছেন তারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button