শুধু প্রসেনিজৎই নন, তাঁর বাবা বিশ্বজিতেরও একাধিক বিয়ে! প্রথম স্ত্রীকে ঠকিয়ে পাতেন অন্য সংসার

টলি ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারকে (Uttam Kumar) টেক্কা দিতে পেরেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (Biswajit Chatterjee)। সেসময় তিনি বেশ বিখ্যাত হয়ে ওঠেন। তার লম্বা সৌম্যদর্শন চেহারার কারণে রমনিমহলে বেশ বিখ্যাত হয়ে ওঠেন তিনি। একের পর এক সুপারহিট ছবিতে দেখা যায় তাকে। সাদা কালো পর্দায় জনপ্রিয় হয়ে উঠলেও তার জীবন ছিল বেশ রঙিন।
আমরা আজ তার সম্পর্কেই কিছু অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি। শুধু টলিউডেই বিশ্বজিৎ চ্যাটার্জীকে বেঁধে রাখলে খুবই কম বলা হয়। তিনি বলিউডের দুনিয়াতেও নিজের আধিপত্য স্থাপন করেছিলেন। কিন্তু জানেন কি তার অদম্য অভিনয় প্রেম তাকে তার আত্মীয়স্বজনদের থেকে দূরে করে দেয়।
আসলে তিনি তিনি তার রক্ষণশীল মামার বাড়িতে থাকতেন, আর সেখানে লুকিয়ে লুকিয়ে কাজ করতেন নাটকে। কিন্তু একবার ধরা পড়ে যাওয়ার পর সরে যায় মাথার উপরের ছাদ। সেসময় আশ্রয় পেয়েছিলেন এক বন্ধুর বাড়িতে। নাটকের পারিশ্রমিকে দিন গুজরান করতেন তিনি। তার কেরিয়ারে প্রথম ব্রেক আসে ১৯৫৮ সালের ‘কংস’ ছবিতে। এরপর একের পর এক হিট ছবির সুবাদে পৌঁছে যান মুম্বাইতে।
টলিউড তো বটেই নিজেকে বলিউডে জনপ্রিয় করার জন্যেও আপ্রাণ চেষ্টা করেন তিনি। আর সেই কারণে শিখতে হয়েছিল বক্সিং থেকে শুরু করে ঘোড়ায় চড়া। তাকে দেখা গিয়েছে ‘দুই ভাই’, ‘চৌরঙ্গী’ ‘পৃথ্বীরাজ’ এর মত কিছু আইকনিক ছবিতে। মুম্বাইতে থাকার সময়ই পরিচয় হয় ‘ইরা’র সাথে। ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। কিন্তু তখন তিনি রীতিমত বিবাহিত। দুই সন্তান এবং স্ত্রীকে রেখে মুম্বাইতে দ্বিতীয় সংসার শুরু করেন বিশ্বজিৎ।
এদিকে তখনকার সময়ে বিশ্বজিতের দ্বিতীয় বিয়ে সহজে মেনে নেননি বাঙালি সমাজ। বিশ্বজিৎ যখন বিয়ে করেন তখন প্রসেনজিৎ খুবই ছোট। সেই সময় অনেক সমালোচনা হয়েছিল তার। আর এই নিয়ে কলম ধরেছিলেন তার মেয়ে পল্লবী চক্রবর্তী। তিনি বলেন তারকা বাবার সন্তান হলেও তারা কিন্তু তারকা সন্তান ছিলেন না। বাবার থেকে ভালোবাসা-স্নেহ পেয়েছেন, কিন্তু সন্তানদের নিয়ে ‘আদিখ্যেতা’ কখনও ছিল না বিশ্বজিতের।
প্রসঙ্গত জানিয়ে রাখি যে, দ্বিতীয়বার বিয়ে করার পর বিশ্বজিতের একটি কন্যা সন্তান জন্মগ্রহন করে। প্রসেনজিৎ এবং পল্লবীর সেই ছোট বোনের নাম সম্ভাবী। পল্লবী নিজের লেখনীতে জানিয়েছিলেন যে, বাবার দ্বিতীয় নিয়ে নিয়ে বা তার ছোট বোনকে নিয়ে সেরকম কোনো অভিমান নেই তাদের মধ্যে। তিনি এটাই ভেবে বেশি খুশি হয়েছেন যে, ৮৫ বছরের বিশ্বজিতকে আজও একইভাবে ভালবাসেন ইরা।
বর্তমানে বিশ্বজিৎ এখন আর সেরকম মুখ দেখাননা। তিনি এখন রয়েছেন কলকাতা শহর থেকে বহুদূরে মুম্বাইতে। নিজের দ্বিতীয় স্ত্রী এবং কন্যাসন্তান এর সাথে ভালই সংসার করছেন তিনি। আর তাছাড়া এখনো বেশ কর্মঠ রয়েছেন তিনি। নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়ে বাকি জগৎকে নিজের থেকে পৃথক করে দিয়েছেন তিনি।