বাংলায় আবাস যোজনা থেকে বাদ পড়লেন লক্ষাধিক মানুষ, আপনার নাম নেই তো তালিকায়?

এবার প্রধানমন্ত্রী আবাস প্লাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) থেকে বাংলার ১ লক্ষ ২৮ হাজার মানুষের নাম বাদ গেল। কেন্দ্র সরকার এই নিয়ে নির্দেশ জারি করে গত ডিসেম্বর মাসেই। নতুন সমীক্ষায় সেখানে ব্যপক বেশি অনিয়ম ধরা পড়ে। আর তার কারণে ৩২ হাজার নাম বাদ দিয়েছে।
উল্লেখ্য এই প্রথম না, এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বাদ যায় ২৫ হাজার ৭৬৫ জনের নাম। সেবার দাবী ওঠে অনেক যোগ্য ব্যাক্তির নামও নাকি ছাঁটাই হয়ে গিয়েছে। এর আগে ২০১৬ সালে ব্লক ভিত্তিক সমীক্ষা করা হয়, সেখানে তৈরি করা হয় নতুন তালিকা। এরপর ২০১৮ সালে নতুন তালিকা তৈরি করে তার নাম দেওয়া হয় আবাস প্লাস।
গ্রাম সংসদের মাধ্যমে উপভোক্তাদের নামের সুপারিশ আসে। নদীয়া জেলাতে সেই আবাস প্লাস যোজনাতে ২ লক্ষ ৯৮ হাজার ২৬৫ জনের নাম দিয়ে তালিকা তৈরী করা হয়। আর সম্প্রতি জানা যায় যে, সেখান থেকে অর্ধেক নাম বাদ গেছে। আর সেই নিয়ে রাজনৈতিক তরজার শেষ নেই। রাজ্যের প্রধান বিরোধী দল ইতিমধ্যেই আক্রমণ হেনেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।
ঘটনা নিয়ে বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া আহ্বায়ক সন্দীপ মজুমদারের বলেন, “নরেন্দ্র মোদীর সরকার যদি নতুন করে সমীক্ষা না করাত তা হলে প্রায় সাড়ে ৯৫ হাজার অযোগ্য ব্যক্তি ঘরের টাকা পেয়ে যেত। যার বেশির ভাগটাই তৃণমূলের লোকজন।”
শাসকদলের নেতামন্ত্রীরাও পিছিয়ে নেই। তাদের পাল্টা দাবি, “এই রাজ্যের কর্মীরাই অযোগ্যদের নাম বাদ দিয়েছেন। সেটা মুখ্যমন্ত্রীর আন্তরিক সদিচ্ছার কারণেই সম্ভব হয়েছে। আমাদের সরকার কোনও বেনিয়মকে প্রশ্রয় দেয় না।” এবিষয়ে জানিয়ে রাখি যে, ২০২২-২৩ সালের জন্য নদিয়ার যা ‘কোটা’ তাতে এখনো কিছু নাম যুক্ত হওয়া বাকি রয়ে গেছে।