ফিক্সড ডিপোজিটে বিশাল হারে সুদ বাড়াল PNB, এখন হবে আরও লাভ! দারুণ খবর গ্রাহকদের জন্য

সদ্যই রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India)  তাদের নতুন সুদের হার ঘোষণা করেছে। সেখানে রেপো রেট বেড়েছে ৩০ বেসিস পয়েন্ট। আর তার দেখাদেখি সমস্ত ব্যাংক (Bank) তাদের সুদের হার বাড়াচ্ছে। সরকারি, বেসরকারি সমস্ত ব্যাংকের ক্ষেত্রেই সুদের হারে বড় পরিবর্তন আসে। ২০ ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) সুদের হার বেড়েছে বেশ খানিকটা।

৩৬৫ দিন থেকে ৬৬৫ দিনের মেয়াদে বিভিন্ন সময়ে সুদের হার পাঁচ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এরফলে ৩.৫% থেকে ৭.২৫% পর্যন্ত সুদ পাবেন গ্রাহকরা।

pnb 1652280461916 1652280462243

চলুন দেখে নেওয়া যাক কত সুদ দিচ্ছে ব্যাংক :

৭ দিন থেকে ১৪ দিন: ৩.৫ শতাংশ।
১৫ দিন থেকে ২৯ দিন: ৩.৫ শতাংশ।
৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.৫ শতাংশ।
৪৬ দিন থেকে ৯০ দিন: ৪.৫ শতাংশ।
৯১ দিন থেকে ১৭৯ দিন: ৪.৫ শতাংশ।
১৮০ দিন থেকে ২৭০ দিন: ৫.৫ শতাংশ।
২৭১ দিন থেকে ১ বছরের কম: ৫.৮ শতাংশ।
১ বছর: ৬.৮ শতাংশ।
১ বছরের বেশি থেকে ৬৬৫ দিন: ৬.৮ শতাংশ।
৬৬৬ দিন: ৭.২৫ শতাংশ।
৬৬৭ দিন থেকে ২ বছর: ৬.৮ শতাংশ।
২ বছরের বেশি থেকে ৩ বছর পর্যন্ত: ৭ শতাংশ।
৩ বছরের বেশি থেকে ৫ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।
৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৫ শতাংশ।

pnb
প্রবীণ নাগরিকদের ১০ বছরের মেয়াদে ৪% থেকে ৭.৭৫% অবধি সুদের হার দেওয়া হচ্ছে ব্যাংকের তরফে। এছাড়া অতি প্রবীণ নাগরিকদের অর্থাৎ যাদের বয়স ৮০ এর উর্দ্ধে, তারা ৪.৩% থেকে সর্বোচ্চ ৮.০৫% পর্যন্ত সুদের হারের লাভ ওঠাতে পারবেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button