জনতাকে স্বস্তি দিয়ে একাধিক শহরে দাম কমল পেট্রোল-ডিজেলের, রইল কলকাতার রেট

দীর্ঘদিন হয়ে গেল ভারতে (India) পেট্রোল (Petrol) ডিজেলের (Diesel) দাম কোনো পরিবর্তন আসেনি। আজ নিয়ে টানা ১৫০ দিন ধরে একই দাম রয়েছে জ্বালানি পণ্যের। তবে এই নিয়ে মানুষের অনুভূতি কিছুটা মিশ্র প্রকৃতির। দাম না বাড়ায় খুশি তো দাম না কমায় চিন্তিত। গত ৬ এপ্রিল শেষবার দামে বড় পরিবর্তন আসে, তারপর থেকে তেলের দাম এক জায়গাতে থিতু হয়ে রয়ে গিয়েছে।

দেশের বিভিন্ন শহরে বিভিন্ন রেটে বিক্রি হয় পেট্রোল এবং ডিজেল। একই সময়ে দেশের কিছু অংশে পেট্রোল এবং ডিজেলের দামে কিছু পার্থক্য আসে। কোথাও সামান্য দাম কমে তো কোথাও সামান্য দাম বেড়ে যায়। দেশের চার বড় মেট্রো শহরের দামের ওঠানামা প্রায় নেই বললেই চলে। চলুন দেখে নিই কোন শহরে ঠিক কত দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল।

দিল্লী : দেশের রাজধানীতে পেট্রোলের দাম এখন ৯৬.৭২ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম রয়েছে ৮৯.৬২ টাকা।

কলকাতায় : কলকাতা শহরে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১০৬.০৩ টাকাতে। আর ডিজেলের দাম রয়েছে ৯২.৭৬ টাকা। দিল্লীর মত কলকাতা শহরেও এক্সাইজ ডিউটি ছাড়ার পর দামে কোনো পরিবর্তন আসেনি।

মুম্বই : একমাত্র মুম্বাইতে এক্সাইজ ডিউটি ছাড়ের পর জ্বালানি তেলের দামে কিছু পরিবর্তন এসেছে। নতুন করে ক্ষমতায় এসেই সরকার VAT এ বেশ ভালো অংকের ছাড় দিয়েছে। মুম্বাইতে এখন এক লিটার পেট্রোল এর দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৭ টাকা।

petrol oil

চেন্নাই : চেন্নাই শহরে এক লিটার পেট্রলের জন্য আপনাকে ১০৩.৬৩ টাকা খরচ করতে হবে আর ডিজেলের জন্য দিতে হবে ৯৪.২৪ টাকা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button