রাজ্যে পেট্রোল-ডিজেলের নতুন রেটে স্বস্তি, এই জেলাগুলিতে অনেকটাই কমল দাম! রইল আজকের প্রাইস

সামনেই পুজোর মরশুমে বাংলার বিভিন্ন জেলায় দাম কমে গেল পেট্রোল ডিজেলের। পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এক ঝটকায় অনেকটা কমেছে তেলের দাম। পুজোর সময় এই ছাড় পাওয়ায় কিছুটা স্বস্তিতে বাংলার জনগণ। তাহলে চলুন দেখে নিই, কোন জেলায় কত দামে বিকোচ্ছে তেল।

সমস্ত জেলায় অবশ্য খুশির খবর যায়নি। যেমন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, দার্জিলিং, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মালদা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এবং উত্তর দিনাজপুরে আজ জ্বালানির দাম আগের তুলনায় কিছুটা বেড়েছে। আবার একসাথে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, হুগলি, দক্ষিণ দিনাজপুরে পেট্রোল আর ডিজেলের দাম বেশ খানিকটা কমেছে।

জেলা ভিত্তিক পেট্রোল আর ডিজেলের দাম দেওয়া হলো নীচে :-
আলিপুরদুয়ার: পেট্রল ১০৬.৮৪ টাকা, ডিজেল ৯৩.৫১ টকা।
বাঁকুড়া : পেট্রল ১০৬.৭৩ টাকা, ডিজেল ৯৩.৪২ টাকা। বীরভূম : পেট্রল ১০৬.৭২ টাকা, ডিজেল ৯৩.৪১ টাকা। কোচবিহার: পেট্রল ১০৬.৭৯ টাকায়,ডিজেল ৯৩.৪৬ টাকা।
উত্তর দিনাজপুর : পেট্রল ১০৬.৯২ টাকা, ডিজেল ৯৩.৫৯ টাকা
দক্ষিণ দিনাজপুর : পেট্রল ১০৬.৩৬ টাকা, ডিজেল ৯৩.০৭ টাকা।
দার্জিলিঙ: পেট্রল ১০৫.৮৮ টাকা, ডিজেল ৯২.৬২ টাকা।
হুগলি : পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টকায়। জলপাইগুড়ি: পেট্রল ১০৬.৪৬ টাকা, ডিজেল ৯৩.১৬ টাকা।
মালদা: পেট্রল ১০৬.২১ টাকা, ডিজেল ৯২.৯৩ টাকা।
ঝাড়গ্রাম: পেট্রল ১০৭ টাকা, ডিজেল ৯৩.৬৩ টাকা।

কালিম্পং: পেট্রল ১০৫.৯৮ টাকা, ডিজেল ৯২.৭১ টাকা।
হাওড়া: পেট্রল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯৪.০৯ টাকা। মুর্শিদাবাদ: পেট্রল ১০৬.৮২ টাকা, ডিজেল ৯৩.৫০ টাকায়।
উত্তর ২৪ পরগনা: পেট্রল ১০৬.২৮ টাকা, ডিজেল ৯৩ টাকা।
দক্ষিণ ২৪ পরগনা: পেট্রল ১০৬.২২ টাকা, ডিজেল ৯২.৯৪ টাকা।
নদিয়া: পেট্রোল ১০৭.২০ টাকা, ডিজেল ৯৩.৮৫ টকা। পূর্ব মেদিনীপুর: পেট্রল ১০৫.৪৮ টাকা, ডিজেল ৯২.২২ টাকা।

কলকাতাতে পেট্রল, ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। পেট্রল বিক্রি হচ্ছে লিটার পিছু ১০৬.০৩ টাকাতে আর ডিজেল এর জন্য ৯২.৭৬ টাকা দিতে হবে গ্রাহকদের

oil petrol

পশ্চিম মেদিনীপুর: পেট্রল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯২.৯৯ টাকা।
পূর্ব বর্ধমান: পেট্রল ১০৬.৪২ টাকা, ডিজেল ৯৩.১৩ টাকা।
পশ্চিম বর্ধমান: পেট্রল ১০৫.৮৬ টাকা, ডিজেল ৯২.৯৯ টাকা।
পুরুলিয়া: পেট্রল ১০৬.৭২ টাকা, ডিজেল ৯৩.৪১ টাকা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button