ভারতে শেষ হবে পেপসি-কোকের দাপট! মুকেশ আম্বানির হাত ধরে ফিরছে এই নস্টালজিক কোল্ডড্রিংক

ভারতে (India) বেশ কিছু নতুন নতুন ব্র্যান্ড তৈরী হয়েছে সময়ে সময়ে, কিন্তু বিদেশী বড় বড় ব্র্যান্ডের সামনে টিকে থাকতে পারেনি সেগুলো। সেরকমই একটি কোলা কোম্পানি ভারত জুড়ে খুবই বিখ্যাত হয়ে ওঠে। এই ঘটনা ভারতে কোকাকোলা (Coca-Cola) এবং পেপসি (Pepsi) আসার বহু আগের ঘটনা। ব্র্যান্ডটির নাম ছিল ক্যাম্পাকোলা (Campa Cola)।
১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ভারতে একচ্ছত্র রাজ চালায় এই ব্র্যান্ডটি। ক্যাম্পা কোলা এর মালিক ছিলেন হার্দিল আজিজ। কিন্তু এরপর কোকাকোলা এবং পেপসি ভারতে আসার পর হারিয়ে যায় এই ব্র্যান্ড। কিন্তু এবার স্বয়ং মুকেশ আম্বানি এই ব্র্যান্ডকে পুনরায় মার্কেটে নিয়ে আসছেন।
ভারতের সফট ড্রিংকস এর বাজার দখল করার উদ্যোগ নিয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এবার ২২ কোটি টাকাতে তাই তারা কিনে নিচ্ছে ক্যাম্পা কোলা ব্র্যান্ড। এরপর খুব শীঘ্রই নবরূপে এই কোলা কোম্পানিকে গ্রাহকদের জন্য নিয়ে আসা হবে। দেশে বর্তমানে কোকাকোলা এবং পেপসির একচ্ছত্র শাসন রয়েছে। কিন্তু মুকেশ আম্বানির হাত ধরে ক্যাম্পাকোলার রি-এন্ট্রি দুই আমেরিকান কোম্পানিকেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখে দাঁড় করাবে।
প্রসঙ্গত দেশ স্বাধীন হওয়ার পরেই ১৯৪৯ সাল থেকে ভারতের একমাত্র কোলা কোম্পানি ছিল এই কোকাকোলা। কিন্তু এরপর ১৯৭৫ সাল নাগাদ জরুরি অবস্থার ঘোষনা হলে কোকাকোলার ব্যবসা বন্ধ করে দেয়। তখনই পিওর ড্রিংকস গ্রুপ প্রথম ক্যাম্পা অরেঞ্জ সফট ড্রিংকস চালু করে। মার্কেটিং করার সময় তিনি তখন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট’ স্লোগান দেন এবং সেখান থেকেই এই কোমল পানীয়টি মানুষের পছন্দ হয়ে যায়।
কোম্পানির সাফল্য দেখে তারা আরও বেশ কয়েকটি ফ্ল্যাভার লঞ্চ করে মার্কেটে। এরপর ১৯৯০ সালে আবারো বাজারে এন্ট্রি নেয় কোকাকোলা কোম্পানি। সাথে পেপসিও আসে কোকাকোলার প্রতিদ্বন্দ্বী হিসেবে। দুই আমেরিকান কোম্পানি এত বেশি মার্কেটিং করে যে ভারতের নিজস্ব কোম্পানিই ভারতে টিকে থাকতে পারেনি।
এরপর সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গিয়েছিল ক্যাম্পা কোলা। কিন্তু মুকেশ আম্বানির জিয়ন কাঠির ছোঁয়াতে আবারো পুনরুজ্জীবিত হবে এই ব্র্যান্ড। ভারতে মুকেশ আম্বানি এই ব্যবসা শুরু করায় চাপ বেড়েছে দুই আমেরিকান কোম্পানির ওপর।