নতুনের দামে বিক্রি ভাঙাচোরা JF-17! চিনকে সঙ্গে নিয়ে মায়ানমারকে চরম ঠকাল পাকিস্তান

চিনে (China) তৈরী প্রোডাক্টের কোয়ালিটি কেমন তা আজ সারা বিশ্বের মানুষের কাছে অজানা নয়। বস্তুত চিনা প্রোডাক্টের মান অত্যন্ত কম হওয়ায় সেগুলোর দামও অতীব নিম্ন হয়। সেদেশের ফাইটার এয়ারক্রাফটও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে JF-17, একা চিনে রক্ষা নেই, তাতে আবার দোসর জুড়ে যায় পাকিস্তান (Pakistan)। ফলে যুদ্ধবিমানটির মান নিয়ে যে প্রশ্নচিহ্ন থাকবে এ আর এমন কী কথা।

যুদ্ধবিমানের মান অতীব জঘন্য হলেও দাম কম হওয়ার কারণে পাকিস্তান তো বটেই, নানান নিম্ন আয়ের দেশ এবং চিনের বিভিন্ন পাপেট রাষ্ট্র এই যুদ্ধবিমান কেনে। সেই তালিকায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত মায়ানমার (Myanmar (Burma)। সে দেশের মিলিটারি অং সান সু চি’কে ক্ষমতা থেকে হটিয়ে নিজেরা ক্ষমতায় আসে। আর সেই কারণে সারাবিশ্বের বিভিন্ন দেশ তাদের ব্যান করে দেয়।

myanmar shows off thunder fighters

চিনের কাছ থেকে কয়েকটি যুদ্ধ বিমান কেনে মায়ানমার। আর বর্তমানে সেগুলো তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে স্পেয়ার পার্টস না পাওয়া যাওয়ার কারণে পরিস্থিতি হয়েছে আরো খারাপ। বহুবার বলার পরেও চিন এবং পাকিস্তান মায়ানমারকে সাহায্য করতে নারাজ। যদিও শেষমেষ পাকিস্তান তাদের কিছু ইঞ্জিনিয়ার পাঠিয়েছে মায়ানমারে।

এরকম ১১টি JF-17 ফাইটার জেট কেনে মায়ানমার, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোর একটিও আজ আর চালু নেই। স্পেয়ার পার্টস না মেলার কারণে এবং সেইসাথে টেকনিক্যাল প্রবলেমের কারণেও যুদ্ধজাহাজ গুলো বসে রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে পাকিস্তান, চিন এবং মায়ানমার তাদের মধ্যে সহযোগিতা বাড়াতে চাইছে। এই সাহায্যের ফলে শক্তি বাড়বে মায়নমারের।

3

আপনাদের জানিয়ে রাখি যে, এখনও ভয়াবহ গৃহযুদ্ধ চলছে মায়ানমারে। অং সান সু চি’র সমর্থকরা অনেক এলাকা দখল করে রেখেছে। আর বিদ্রোহীদের জবাব দিতে ঘাম ঝরছে মিয়ানমার সেনাবাহিনীর। তাদের ইচ্ছে JF-17 বিমান মেরামত করে আকাশপথে বিদ্রোহীদের জবাব দিতে। আর সেজন্য মায়ানমারে পৌঁছেছে পাকিস্তানের সাহায্য।

জানিয়ে রাখি, সারাবিশ্বের অনেক দেশকেই এই জাঙ্ক ফাইটার বিক্রী করার চেষ্টা করেছিল চিনা সরকার। আর্জেন্টিনা, মালয়েশিয়ার মতো দেশকে অনেকবার প্রস্তাব দিলেও তারা তাতে রাজি হয়নি। কিন্তু যুদ্ধবিধ্বস্ত মায়ানমারের ওপর পশ্চিমী দেশগুলোর ব্যানের কারণে উপায় না দেখে তারা বাধ্য হয়েই এই যুদ্ধবিমান কেনে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button