এই ছবিতে ‘CHEAP”-র মধ্যে লুকিয়ে একটি ‘CHEEP”! ১০ সেকেন্ডে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় রোজই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) ছবি ভাইরাল হয়। এটি বর্তমানে বড় এক বুদ্ধির খেলায় পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই গেম খেলায় বিশাল আগ্রহী। একমাত্র তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষই সেই ইলিউশনের সঠিক জবাব দিতে পারেন। আজ তেমনই এক ইলিউশন নিয়ে এসেছি আপনার সামনে।
এছাড়াও অপটিক্যাল ইলিউশন আরও জ্ঞান ও বুদ্ধি বৃদ্ধিতে সহায়তা করে। ধাঁধা, আর্টওয়ার্ক, ব্রেইনটিজার এবং ভিজ্যুয়াল ইলিউশন সবই অপটিক্যাল ইলিউশনের উদাহরণ। আমাদের কাছে এখন আপনার জন্য আরও একটি অনন্য এবং শ্বাসরুদ্ধকর অপটিক্যাল ইলিউশন রয়েছে।
আজ আমরা আপনাদের জন্য এমনই একটি ছবি নিয়ে এসেছি যেখানে আপনাকে একগাদা ‘CHEAP” এর মাঝে ‘CHEEP” শব্দটিকে খুঁজে বের করতে হবে। আগে থেকেই বলে দিই যে, রীতিমতো কালঘাম ছুটে যাবে এই ধাঁধার কারণে।
কিছু কিছু সময় সহজ হওয়ার কারণে অনেকেই উত্তর দিতে পারেন, কিন্তু এমনও কিছু সময় আসে যখন ৯৯ শতাংশ মানুষ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননা। আর তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সেখানে অনেক গুলো CHEAP লেখা রয়েছে। তারমধ্যে CHEEP শব্দটিকে খুঁজে বের করতে হবে।
এই অপটিক্যাল ইলিউশনের জন্য 10 সেকেন্ড সময় পাবেন আপনি। সময়ের মধ্যে উত্তর দিতে পারলে আপনার একাগ্রতা নিয়ে সন্দেহের কোনো জায়গাই থাকেনা। আসলে ভালো পর্যবেক্ষণ ছাড়া CHEEP খুঁজে পাওয়া অসম্ভব। ছবির দিকে ভালভাবে লক্ষ্য করুন।
খুঁজে না পেলে আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি। ছবিটির দিকে লক্ষ্য করুন। সেখানে লাল রঙয়ের মধ্যে CHEEP নম্বরটিকে চিহ্নিত করে দিয়েছি আমরা। কিন্তু 10 সেকেন্ডের মধ্যে নিজের থেকে খুঁজে বের করতে পারলে আপনি মশাই সুপার জিনিয়াস।