আম্বানির বাড়ির এই কাজের মেয়েই আজ জনপ্রিয় বলিউড অভিনেত্রী, নাম শুনলে অবাক হবেন

ভাগ্য মানুষের সহায় হলে তাকে আটকায় কে? টাকার জন্য মুকেশ আম্বানির বাড়িতে খাবার পরিবেশন করতো ১০ বছরের ছোট্ট একটি মেয়ে। আজ সে বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছে। মুকেশ আম্বানির(Mukesh Ambani) ছোট ভাই অনিল আম্বানির (Anil Ambani) বিয়েতে মাত্র ৫০ টাকায় খাবার পরিবেশনের জন্য নাম করেছিলেন তিনি। জানেন কি কে এই বলিউড তারকা?
এই মেয়ে আর কেউ নয় বলিউডের কন্ট্রোভার্সি কুইন রাখী সাওয়ান্ত। মনের কথা মুখে আনতে দ্বিতীয়বার ভাবেননা তিনি। আমেরিকানিবাসী রিতেশকে বিয়ে করে দীপক কালালের সঙ্গে লাইভ ফুলশয্যা করবেন বলে ঘোষনা করেছিলেন তিনি। বলা ভালো বিতর্ক এনার পেছনে ছোটেনা, ইনি বিতর্কের পেছনে ছোটেন। বারবার কন্ট্রোভার্সি তৈরি করে ইনি নিজেকে লাইমলাইটে রাখতে ভালোবাসেন তিনি। বলিউডে প্রথম দিকে তিনি আইটেম ড্যান্স এবং ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর বড় ছবি ‘ ম্যায় হু না ‘ তে তিনি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন। বিভিন্ন রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করে নিজের অতরঙ্গি কাজকর্ম দিয়ে শো-র টিআরপি বাড়িয়ে তোলেন তিনি।
জন্মসূত্রে রাখীর নাম ছিলো নীরু ভেদা। একটি সাক্ষাৎকারে তিনি তার শৈশবের কথা জানান। তিনি নিজে মুখেই জানান ‘এখানে মেয়েদের ঘরের বাইরে গিয়ে খেলা করার অনুমতি দেওয়া হয় না। তবে কাজের জন্য এরা মেয়েকে বাইরে যেতে দিতে পারে। সেক্ষেত্রে ওদের আর কোনও লজ্জা কাজ করে না। আমার যখন ১০ বছর তখন আমি একটা ক্যাটারিং কোম্পানির হয়ে কাজ করতাম। রোজ ৫০ টাকা পেতাম। আমি টিনা আম্বানির বিয়েতেও খাবার পরিবেশন করেছি।’
তার মুখ থেকেই জানা যায় যে, তিনি ছোটোবেলায় শুধুমাত্র এই কারণেই দিনরাত কাঁদতেন এটা ভেবে যে কেন তাকে এমন একটা পরিবারে জন্ম নিতে হল যেখানে মেয়েদের উপরে শুধু অত্যাচার করা হয়, আর ছেলেদের সম্মান দেওয়া হয়। রাখীর মা ছিলেন একটি হাসপাতালের পরিচারিকা এবং তার বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। আজও তার পরিবারের মেয়েরা বাড়ির পুরুষদের চোখে চোখ রেখে কথা বলতে পারেনা। এমনকি ছোটোবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী ছিলেন তিনি। এই বিষয়টিও ভালো চোখে দেখতেননা তার পরিবার। শুধু তাই নয় তার একবার তার চুল অবদি কেটে দেওয়া হয়েছিল যাতে তিনি নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারেন।
এতো কিছুর পরও নিজের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি তিনি। পরিবার এবং নিজের স্বপ্নের মধ্যে স্বপ্নকে বেছে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি। পৌঁছান বলিউড, কিন্তু সেখানেও সবকিছু এতো সহজ ছিলোনা। বহু জায়গায় বহুবার প্রত্যাখ্যত হয়েছেন। কিন্তু সবকিছুকে চ্যালেঞ্জ জানিয়ে টিকে গেছেন এই গ্ল্যামারাস ওয়ার্ল্ডে। আজ তিনি বলিউডের এক পরিচিত নাম রাখী সাওয়ান্ত।