মুছে যাবে ব্রিটিশদের আরেকটি চিহ্ন, অবশেষে শতাব্দী প্রাচীন এই প্রথা অবসানের ঘোষণা রেলের

ভারতে (India) রেল (Indian Railways) স্থাপনা হয় ব্রিটিশ আমলে। সেই সময় থেকেই চলে আসছে কিছু নিয়ম। দেশ ৭৫ বছর স্বাধীন হলেও সেইনসময়কার প্রথাগুলোর এখনো অবসান হয়নি। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এইসমস্ত প্রথার অবসান করার ঘোষণা করেন।
কয়েকদিন আগেই নেভির নয়া ইনসাইট স্থাপনা করা হয়েছে। এতদিন ভারতীয় নৌসেনার পতাকায় ব্রিটিশ আমলের রয়্যাল ইন্ডিয়ান নেভির ছাপ ছিল কিন্তু এবার সেই ব্রিটিশ ছাপ তুলে দিয়ে সেখানে শিবাজী মহারাজের আমলের ছাপ বসানো হয়েছে। প্রসঙ্গত শিবাজী মহারাজকে ভারতীয় নৌসেনার জনক বলে ধরে নেওয়া হয়।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী যে হুংকার দিয়েছিলেন গোলামির শেষ ছাপ বাদ দিয়ে এগিয়ে যাওয়ার সেটাই করে দেখাচ্ছে সরকার। এবার ভারতীয় রেল এর শেষ ব্রিটিশ আইন তুলে দিতে চলেছে সরকার। রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে, ভারতীয় রেলে বছরের পর বছর ধরে চলে আসা সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান করতে চলেছেন তারা।
এত দিনের নিয়ম অনুযায়ী, দেশে রেল মন্ত্রক এবং রেলওয়ের জিএম অফিসে মোতায়েন করা আরপিএফ জওয়ানদের কাজ শুধুমাত্র স্যালুট করা ছিল। আর সেই নিয়মেই এবার পরিবর্তন আনতে চাইছে রেল। রেল এই ব্যবস্থার অবসান করতে চলেছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এটাকে সামন্ততান্ত্রিক প্রথা মনে করে বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত রেলওয়ে তাদের উচ্চপদস্থ আধিকারিকরা স্যালুটকে স্ট্যাটাসের সঙ্গে যুক্ত করেন। এই নিয়ম চলে আসছে ব্রিটিশ আমল থেকে। RPF কর্মীরা একটি বিশেষ পোশাকে শুধুমাত্র স্যালুট করতেন। এবার সেই প্রথার অবসান হচ্ছে।