তৎকাল টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল, প্রভাবিত হবে কোটি কোটি যাত্রী

যাত্রীদের সুবিধায় ভারতীয় রেল (Indian Railways) সর্বদাই প্রস্তুত থাকে। যাত্রীরা যাতে সর্বাধিক আরামে ট্রেনে (Train) ভ্রমণ করতে পারেন সেজন্য তাদের সর্বাধিক চেষ্টা থাকে। কিন্তু এবার ট্রেনের যাত্রীদের জন্য সুখবর নয়, বরং খারাপ খবর নিয়ে হাজির হয়েছি আমরা।

রেল সমস্ত ট্রেনেই প্রিমিয়াম তৎকাল টিকিট চালু করার কথা ভাবছে। তৎকালে যাত্রীদের তো অতিরিক্ত ভাড়া দিতে হতোই, তার সাথে এবার থেকে প্রিমিয়াম তৎকালে আরো অতিরিক্ত ভাড়া আদায় করবে যাত্রীদের থেকে। ফলে ক্ষতিগ্রস্ত হবেন বহু যাত্রী।

বর্তমানে ৮০ টি ট্রেনে প্রিমিয়াম তৎকালের সুবিধা উপলব্ধ করেছে ভারতীয় রেল। এবার সেই পরিষেবা সমস্ত ট্রেনেই চালু করতে চলেছে তারা। এর ফলে রেলের রাজস্ব আদায় বেড়ে যাবে বহুগুণ।

অতিরিক্ত রাজস্ব আদায় হলে বাড়বে ট্রেনের আয়। তার ফলে ট্রেনের ভর্তুকি দেওয়ার ফলে যে ক্ষতি হয় সেই টাকা তুলে নিতে চাইছে রেল। আর রাজস্ব আদায় বাড়লে রেলওয়ে নিজেদের পরিকাঠামো ব্যাবস্থাকে আরো উন্নত করে তুলতে পারবে।

rail train

রেল সূত্রে জানা যায় যে, ২০২০-২১ শিক্ষাবর্ষে রেলের তৎকাল এবং প্রিমিয়াম তৎকাল টিকিট থেকে ৫০০ কোটি টাকা আয় হয়েছে। এবার রেলের এই সিদ্ধান্তে অনেকখানিই বাড়বে রেলের আয়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button