যত গরম বাড়ছে ততই দিঘা-পুরীতে ভিড় কমছে। অন্যদিকে ভিড় বাড়ছে পাহাড়ে। দার্জিলিংয়ে (Darjeeling) পর্যটকের (Tourist) সংখ্যা দিন দিন বাড়ছে। আসন্ন সময়ে আরো অনেক বেশী পর্যটক ভিড় জমাবেন সেখানে। এমতাবস্থায় দার্জিলিং এর কিছু এমন জায়গার বিষয়ে জানাবো যা খুব কম মানুষই জানেন। এবারের ছুটিতে ঘুরে আসুন এই তিন স্থান।
১) ধোত্রে (Dhotre) : সান্দাকফু যাওয়ার রুটেই পড়ে এই স্থান। আর পাঁচটা পাহাড়ি গ্রামের থেকে বেশ আলাদা এই স্থান। একইসাথে মিলবে কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ। তবে কি নেই এখানে, দেখা মিলবে পাখির। ট্র্যাকিং ভালোবাসেন? তাহলেও পেয়ে যাবেন সেই সুবিধা। নিরিবিলি নির্জনতার মধ্যে সেরা জায়গা এই স্থান। NJP থেকে গাড়ি ধরে পৌঁছে যাবেন এখানে।
২) তাকদা (Takda) : দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে পাহাড় উপভোগ করার আদর্শস্থান এটি। সামনেই রয়েছে চা বাগান, পিছনে পাহাড়। আর এই দুইয়ের মাঝে রয়েছে এই তাকদা গ্রাম। দার্জিলিং থেকে মাত্র ২৮ কিমি দূরেই রয়েছে এই স্থান। এখানে আপনি শতবর্ষপ্রাচীন ঝুলন্ত ব্রিজের দেখাও পাবেন। উল্লেখ্য, দুরপিনদারা ভিউ পয়েন্ট থেকে দারুণ দর্শন মিলবে পাহাড়ের। তাছাড়া এখানে ব্রিটিশ আমলের ছাপও বেশ স্পষ্ট দেখতে পাবেন। এখানেও NJP থেকে গাড়ি করে পৌঁছে যেতে পারেন আপনি।
৩) তিনচুলে (Tinchuley) : তাকদা গেলেই এইস্থান ঘুরতে পারেন আপনি। তাকদা থেকে মাত্র ৩ কিমি দূরেই রয়েছে এই স্থান। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুণ রূপ বৈচিত্র্যের দেখা মিলবে। এখানে আবার কমলালেবুর বাগানের দেখাও পাবেন। দুপাশে চা বাগানের মাঝে এই গ্রাম।
জানিয়ে রাখি এখানেও থাকার জায়গা রয়েছে। কিন্তু আপনি চাইলে লামাহাটাতেও থাকতে পারেন। সেই স্থানও বেশ সামনেই। তিনচুলের কাছেই আপনি পেশক ভিউ পয়েন্ট উপভোগ করতে পারেন। দার্জিলিং থেকে মাত্র দেড় ঘণ্টার রাস্তা পেরোলেই পৌঁছে যাবেন এই স্থান।