দাপট বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তরবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি! ভাঙল গরমের ১২২ বছরের রেকর্ড

জানুয়ারি শেষ হওয়ার আগেই শীত শীত ভাব উধাও হয়। আর ফেব্রুয়ারি মাস থেকে রাজ্য থেকে শীত পাততাড়ি গুটিয়েছে। কয়েকদফা শীতের স্পেল চলায় একটু স্বস্তি মেলে। আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর, গত ১২২ বছরের মধ্যে রেকর্ড উষ্ণতা ছিল এবছর ফেব্রুয়ারি মাসে। স্বাভাবিকের থেকে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল চলতি বছর।
এর মধ্যে আবার বাতাসে আর্দ্রতা বাড়তে থাকায় সমস্যা অনেকটাই বাড়তে চলেছে। তাপমাত্রার পারদ যেমন ওপরের দিকে ছুটবে, তেমনই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরইমধ্যে উত্তরবঙ্গের (North Bengal) চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতাতে (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৬% থেকে ৯১%।
আকাশ আংশিক মেঘলা থাকলেও এখনই বৃষ্টির সম্ভাবনা থাকছেনা। তবে হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা শীঘ্রই ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃহস্পতিবার সকালের মধ্যে চারজেলায় (দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার) কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী তিনদিনে ২-৩° সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে।
দক্ষিণবঙ্গে অবশ্য সেরকম পরিবর্তন আসছেনা, আগামী ২৪ ঘণ্টায় দিন এবং রাত্রিবেলার তাপমাত্রায় সেরকম কোনো পরিবর্তন হচ্ছেনা। আগামী ২-৩ দিনে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ চলবে শীঘ্রই! আগামী ৩ মাসে গরমে নাজেহাল হতে পারে মানুষ। ১২২ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এবছরের ফেব্রুয়ারি মাস।
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.১°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৭%
বাতাস : ১২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮১%
তাপপ্রবাহ এবং হিট ওয়েভ আসার ভারী সম্ভবনা রয়েছে। উত্তর-পূর্ব, পূর্ব এবং মধ্য ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম অঞ্চলের গড় তাপমাত্রাও এবার অন্যান্য বছরের মার্চ মাসের তুলনায় বেশ খানিকটা বেড়ে যাবে। তাছাড়া আগামী ৩ মাসে দেশের অন্দরে তাপমাত্রা বাড়ায় ব্যহত হতে পারে মানুষের জীবনযাত্রা। আপনাদের জানিযে রাখি যে, মার্চ থেকে শুরু হয়ে যাবে গ্রীষ্ম। আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে অনেকটা।
আপনাদের জানিয়ে রাখি সে, হোলির পর পর্যন্ত ঠান্ডার প্রভাব দেখা যেত অন্য বছর, কিন্তু এবার রাজস্থান, ওড়িশার কিছু অংশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু এবং গুজরাত, মহারাষ্ট্র এবং কেরলের বেশিরভাগ অংশে তাপমাত্রার পারদ ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে চলেছে। পঞ্জাব, হরিয়ানা দিল্লি, উত্তরপ্রদেশেও চড়ছে উষ্ণতার পারদ। আগামী ৩ মাসে দিনের বেলা প্রচণ্ড গরম থাকার পাশাপশি রাত্রিবেলার তাপমাত্রাও বাড়তে চলেছে বেশ খানিকটা।