আগামী ৫ বছরে পেট্রোল-ডিজেল নিষিদ্ধ হবে ভারতে! বড় দাবি নীতিন গড়করির

পেট্রোল-ডিজেলের ক্রমবর্ধমান দামের মধ্যে শুক্রবার কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করির (Nitin Gadkari) একটি বড় মন্তব্য সামনে এসেছে। কেন্দ্রীয় পরিবহন, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি বলেছেন যে আগামী পাঁচ বছরে ভারতে (India) পেট্রোল ব্যান হয়ে যাবে। তার এই বক্তব্যকে যানবাহন থেকে ক্রমবর্ধমান দূষণ এবং বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ নিয়ে যুক্ত করা হচ্ছে। আসলে, সরকার ক্রমাগত বৈদ্যুতিক গাড়ির প্রচার করছে।
মহারাষ্ট্রের আকোলায় ডঃ পাঞ্জাবরাও দেশমুখ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। এ উপলক্ষে তাকে বিশ্ববিদ্যালয়ের ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রিতেও ভূষিত করা হয়। পেট্রোলের বিকল্প সম্পর্কে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিদর্ভের তৈরি বায়ো-ইথানল গাড়িতে ব্যবহার করা হচ্ছে।
তিনি আরও বলেন, কূপের পানি থেকে সবুজ হাইড্রোজেন তৈরি করা যায়। এর দাম প্রতি কেজি ৭০ টাকা পর্যন্ত হতে পারে। কৃষকদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে তিনি বলেন, মাঠে গম, ধান, ভুট্টা উৎপাদন করে ভবিষ্যৎ পরিবর্তন করা যাবে না। তাই কৃষকদের খাদ্যদাতা হওয়ার পরিবর্তে শক্তি দাতা হতে হবে।
গডকরি বলেন যে, আগামী পাঁচ বছরে দেশে পেট্রোল ফুরিয়ে যাবে। তিনি বলেন যে ইথানল নিয়ে নেওয়া সিদ্ধান্তে দেশ বার্ষিক ২০ হাজার কোটি টাকা সাশ্রয় করেছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন সবুজ হাইড্রোজেন, ইথানল ও সিএনজিতে দুই চাকার ও চার চাকার গাড়ি চলবে।