গড়িয়া-রুবি মেট্রো নিয়ে বড় সুখবর, দ্রুত শেষ করতে হবে বকেয়া কাজ! সময়সীমা বেঁধে দিল রেল

কলকাতা মেট্রোর (Kolkata Metro) নিউ গড়িয়া (New Garia) থেকে রুবি অবধি মেট্রোর পরিকাঠামো গড়ে তোলার বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। আসলে এই পথে সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হয়নি কিন্ত যাত্রী পরিষেবা শুরু করার সমস্ত তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

যদিও রেলের সেফটি কমিশনার এসে ছাড়পত্র দিয়ে গিয়েছেন। নিরাপত্তা সংক্রান্ত সমস্যা না থাকলেও সিগন্যালিং নিয়ে সমস্যা রয়েই গিয়েছে। আগামী ৩ মাসের মধ্যে এই নিয়ে ডিটেল রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এই ছাড়পত্র অবশ্য ৩ মাসের জন্য বৈধ থাকবে।

kolkata metro 2eaa

রেলের সেফটি কমিশনারের রিপোর্টে জানানো হয়েছে যে, আপাতত রুবি থেকে নিউ গড়িয়া লাইনে শুধু দুই নাম্বার লাইনেই পরিষেবা দেওয়া যাবে। সেখানে ইন্টারলকিংয়ের কাজ শেষ না হওয়ায় এই সমস্যা রয়েছে। এছাড়াও স্টেশনের বাকি অংশের কাজকেও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া ভূমিকম্পের তীব্রতা অনুযায়ী স্বয়ংক্রিয় উপায়ে পরিষেবা বন্ধ করার মতো সুবিধাও থাকবে। একইসাথে রিপোর্টে আরও বলা হয়েছে যে, কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ এবং নিউ গড়িয়া-রুবি লাইনে যাত্রীদের মধ্যে সংযোগের ব্যবস্থা এখনো ঠিকঠাক উন্নত হয়নি। বরং বেশ সংকীর্ণ এই পথ।

kolkata metro

একইসাথে সুরক্ষা সংক্রান্ত বিষয়েও অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা জানিয়েছে মেট্রো রেল দপ্তর। একইসাথে এও খবর এসেছে যে, সেখানে উপস্থিত বিভিন্ন স্তম্ভগুলোর পাইলিং পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়নি কলকাতা মেট্রোর তরফে।

প্রসঙ্গত, লাইনে পরিষেবা শুধু করার আগে সমস্ত দিক খতিয়ে দেখতে চাইছে মেট্রো রেল। বিদ্যুতের জোগান থেকে শুরু করে নিরাপত্তা, সমস্ত কিছুই তদারকি করা হচ্ছে। এখন দেখার কত জলদি সমস্যামুক্ত হয় এই লাইন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button