‘অন্দরে ইসলাম ধারণ করেছে”! উঠল শুভশ্রীর মহালয়া বয়কটের ডাক! পাল্টা বিস্ফোরক রাজ-ঘরণী

বয়কটের ভারে জর্জরিত বলি ইন্ডাস্ট্রি, একই অবস্থা টলিউডের। বলিউডের বিগ বাজেটের সিনেমাগুলো পর্যন্ত সুপার ফ্লপ হয়ে যাচ্ছে আর টলিউডও এবার সেই বয়কটের সম্মুখীন। বলিউডে কেরিয়ার শেষ আমির খানের, আর টলিউডে এই বয়কটের প্রভাবে যদি কারো কেরিয়ার সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)।

বিগত এক মাসে পদে পদে বয়কটের জ্বালায় অতিষ্ঠ হয়েছেন তিনি। বয়কটের কারণে পথে বসতে চলেছেন ‘ধর্মযুদ্ধ’ এবং ‘বিসমিল্লা’ ছবির নির্মাতারা। অভিযোগ ছিল হিন্দু ধর্মকে অসম্মান এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করার। অভিযোগ উঠে যে, সারাবভারত যেখানে বন্দে মাতরম বলতে অভ্যস্ত হচ্ছে , সেখানে বাঙালি এবার ‘বিসমিল্লা’ ডাকেই বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছে।

তবে এতদিন সেই বয়কটের ছাপ ছিল বড়পর্দায় সিনেমাগুলোতে। কে জানত এবার ছোট পর্দায় তার প্রভাব পড়তে চলেছে। এবার ‘সিংহবাহিনী ত্রিনয়নী’তে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। আর সেই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন দর্শকরা।

এরই মধ্যে জনতা ভাইরাল করেছে শুভশ্রীর আজমেঢ় দরগায় গিয়ে চাদর চড়ানোর প্রসঙ্গ। তারা ইতিমধ্যেই বয়কটের দাবি করেছেন জি বাংলাতে শুভশ্রী এর মহালয়াকে। তাদের দাবি দেবী দূর্গা রূপে আমরা এমন কাউকে দেখতে চাইনা যারা প্রতিপদে সনাতন ধর্মকে পরিহাস করে ইসলামকে অন্তরে ধারণ করে‌।

কয়েক মাস আগে রাজস্থানে ঘুরতে গিয়ে আজমেঢ় শরীফ দরগায় চাদর চড়িয়েছিলেন রাজ, শুভশ্রী। সেসময়ে রাজ ও ছোট্ট ইউভানের মাথায় ফেজ টুপি দেখে বিতর্ক তৈরি হয়েছিল নেটপাড়ায়। সেই প্রসঙ্গই আবার টেনে এনে এখন মহালয়ার অনুষ্ঠান বয়কটের ডাক দেওয়া হচ্ছে।

subhashree mahalaya

এদিকে শুভশ্রীকে এই নিয়ে কথা বলা হলে তিনি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তার বক্তব্য যারা ধর্মের নামে এসব করছে তারা অশিক্ষিত, অযোগ‍্য কিছু মানুষ। এদের নিয়ে তিনি কিছু বলতে চান না, এরা কী বলল না বলল তা তাকে স্পর্শও করে না। তার কথায় বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছেন তার মহালয়ার জন্য।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button