সারাদিন মারধর করে বউ, বের করে দিয়েছিল ঘর থেকে! যোগিতাকে নিয়ে বিস্ফোরক মিঠুন

টলিউড, বলিউডের উজ্জ্বলতম নক্ষত্র হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর ডিস্কো ডান্সারের তালে শুধু ভারতই (India), নয় নেচেছে গোটা বিশ্ব। এখন ভারতের বাইরে তাঁর ‘জিম্মি জিম্মি” গান বিখ্যাত। তবে জানেন কী, মহাগুরুকে গোটা বিশ্ব সমীহ করলেও দিন শেষে বাড়িতে তাঁর বউই বস। আর এই কথা জানিয়েছেন খোদ মহাগুরু।
মিঠুন নিজে জানিয়েছেন যে, তিনি তাঁর স্ত্রী যোগিতা বালিকে (Yogeeta Bali) সবসময় সমীহ করে চলেন। এমনকি তিনি এও বলেছেন যে, তাঁর স্ত্রী তাঁকে লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। অগত্যা এখন তাঁর স্ত্রীর আঙুলের ইশারাতেই তাঁকে নাচতে হয়। তবে এখানেই শেষ নয়, মহাগুরু এবার বলেছেন যে, তাঁকে নাকি তাঁর স্ত্রী মারধরও করে।
ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) এ এখন মহামহিমের আসনে রয়েছেন মহাগুরু। আর সেখানেই সঞ্চালক অঙ্কুশের সঙ্গে তাঁর হামেশাই খুনসুটি লেগেই থাকে। ইনস্টাগ্রামে DBD-র একটি ভিডিও শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, মিঠুনকে আঙুল উঁচিয়ে অঙ্কুশ বলছেন, ‘ওই যে ব্যক্তিকে দেখছিস, উনি সারাদিন বউয়ের হাতে মার খান”
অঙ্কুশের এই অভিযোগের জবাবও দেন মিঠুন। মহাগুরু বলেন, ‘আমি গর্বিত আমি মার খাই। কারণ এটা যখন টেলিকাস্ট হবে… আমি যদি বলি আমি মার খাই না, তারপর যে ধোলাইটা হবে সেটা তুই খাবি?’ মিঠুনের এই কথায় হেসে পাগল হন শ্রাবন্তী, মৌনী শভশ্রীরা।