প্রজাপতির পর ফের কামাল! সেরার সেরা হলেন মিঠুন চক্রবর্তী, ফেল বড়বড় মহারথীরা

বাংলা তথা ভারতীয় সিনেমার অন্যতম বড় নক্ষত্র মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার স্টারডম একেবারে আলাদা লেভেলের। তিনি যেখানেই জান সোনা ফলিয়ে আসেন। এইতো কয়েকদিন আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মরমর দশাতে প্রজাপতির মতো ছবি গিফ্ট দিয়েছেন। শাসকদলের মুখপাত্র তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তার নামে যতই কুৎসা রটানোর চেষ্টা করুন না কেন, মিঠুনের কাছে তেমন একটা পাত্তা পাননি তিনি।

আরো একবার ছক্কা হাঁকিয়েছেন মহাগুরু। বহুবছর পর ফিরে এসেছেন ডান্স বাংলা ডান্সের মঞ্চে, আর সেখানেই কামাল করে দেখিয়েছেন তিনি। মাত্র কয়েকদিন হলো শো এর সম্প্রচার শুরু হয়েছে, ততই মধ্যে TRP তালিকায় ওপরের দিকে উঠে এসেছে শোটি।

capture 1673061297817 1673061303849 1673061303849

মিঠুন বারবার প্রমাণ করে দিচ্ছেন যে, তিনি যেখানে হাত দেন তাই যেন সোনা হয়ে যায়। নাচের শোতে টলিউডের লাস্যময়ী অভিনেত্রীরা বিচারকের আসনে বসেছেন বটে, কিন্তু শো এর মুখ্য আকর্ষণ হিসেবে রয়েছেন মিঠুন চক্রবর্তী।

আর শুক্রবারই সামনে এসেছে TRP তালিকা। সেখানে ৭.৫ পেয়ে টপ করেছে ডান্স বাংলা ডান্স। সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে মিঠুন চক্রবর্তীর শো। নন ফিকশন হিসেবে এমন স্কোর করা কিন্ত চাট্টিখানি কথা নয়, কিন্তু মিঠুনের উপস্থিতিতে অসম্ভবও সম্ভব হয়েছে।

dance bangla dance season 12

উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর ক্রেজের কথা বললে সেটা কমেন্ট সেকশনের দিকে তাকালেই বোঝা যায়। প্রোমো ভিডিওর সময় থেকেই এই নিয়ে তুলকালাম চলছে। ভক্তরা লিখতে শুরু করেন, ‘মিঠুনদা ছাড়া ডান্স বাংলা ডান্স মানায় না।’ আর এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে টপ পারফর্ম্যান্স দিয়েছে শোটি।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button