অবশেষে চুপিসারে বিয়েটা সেরেই ফেললেন মিমি চক্রবর্তী? বড়সড় বোমা ফাটালেন অভিনেত্রী

কাউকে কিছু না জানিয়ে একদম চুপিসারে বিয়ে করে ফেললেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)? সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্ট ঘিরে সকলের ঘুম উড়ে গিয়েছে। সকলের মনে একটাই প্রশ্ন, বিয়েটা সেরেই ফেললেন অভিনেত্রী? আসল ব্যাপারটা ঠিক কী তা জানতে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনটিতে।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মিমির একটি ছবি খুব ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীর হাতে শাঁখা-পলা, পরনে বেনারসী শাড়ি… একদম নববধূর সাজে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, অভিনেত্রী নিজের ছবির ক্যাপশনে কিছু লেখেননি।
তবে অনেকের সম্বিৎ ফেরে অভিনেত্রী মিমির আরও একটি পোস্টের পর। একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, বিয়ে নয়, বরং এক গয়নার বিজ্ঞাপনের জন্যই কনে সেজেছিলেন তিনি।
এদিকে অভিনেত্রীর কমেন্ট বক্স নেটিজেনদের বিভিন্ন বক্তব্যে ভরে গিয়েছে। একজন লিখেছেন, ‘কোন মেকআপ আর্টিস্ট এত বাজেভাবে সাজালো?’ অন্য আর একজন লিখেছেন, ‘অবশেষে বিয়েটা তাহলে করলে।‘ একজন আবার লিখেছেন, ‘আমরা কবে আপনাকে সত্যিকারের নববধূ রূপে দেখব?’ তবে নেটিজেনদের একটা প্রশ্নের উত্তরও অভিনেত্রী দেননি।
প্রসঙ্গত, নিজের ব্যক্তিগত জীবন হোক বা রাজনৈতিক জগত, সবসময়েই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি মিমি চক্রবর্তী সম্প্রতি, নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির পোস্টোর হিন্দি রিমেকের অফিসিয়াল পোস্টার উন্মোচন করেছেন। মিমি চক্রবর্তী ছাড়াও ছবিতে পরেশ রাওয়াল, সৌমিত্র চ্যাটার্জির বাংলা সংস্করণে অভিনয় করেছেন, শিব পণ্ডিত, নীনা কুলকার্নি এবং মনোজ জোশী।
View this post on Instagram
একটি সন্তানের হেফাজতের জন্য দাদু-দিদা এবং বাবা-মায়ের মধ্যে আইনি লড়াইয়ের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি হয়েছে বলে খবর।