LPG সহ বিদ্যুতের দাম বৃদ্ধি! ১ অক্টোবর থেকে বদলাতে চলেছে এই ৫ নিয়ম, না জানলেই বিপদ

দেখতে দেখতে শেষ হয়ে গেল সেপ্টেম্বর মাস। ১ লা অক্টোবর হতে আর বাকি মাত্র ১ টা দিন। কিন্তু এই দিনটি খুবই গুরুত্বপূর্ন। উমা মায়ের বোধনের দিনই দেশে একাধিক নিয়ম বদলাতে চলেছে। আর এই প্রতিটি নিয়মই বেশ প্রভাব ফেলবে আপনার পকেটের ওপর। তাই চলুন দেখে নিই কোন ৫ টি নিয়ম না জানলে বিশেষ ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে।

১) বন্ধ হচ্ছে বিদ্যুৎ বিলের ভর্তুকি : মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে যে, দেশের রাজধানী দিল্লিতে বিনামূল্যে বিদ্যুৎ এর সুবিধা নিতে চাইলে তার জন্য নিয়মে ব্যাপক পরিবর্তন হয়েছে। ৩১ সেপ্টেম্বরের পর থেকে বিদ্যুৎ বিলে দিল্লি সরকারের দেওয়া ভর্তুকি বন্ধ হয়ে যাবে।

২) বদলে যাচ্ছে ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কিত অর্থ প্রদানের নিয়ম : আগামী ১লা অক্টোবর থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কিত এই নিয়মে পরিবর্তন নিয়ে এসেছে RBI। এবার থেকে ডেবিট এবং ক্রেডিট কার্ডে পেমেন্ট করার সময় কার্ডের পরিবর্তে টোকেনাইজেশন সিস্টেমকে বাধ্যতামূলক করবে সরকার।

৩) মিউচুয়াল ফান্ডের নিয়মে আসছে পরিবর্তন : মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার ক্ষেত্রে ১ অক্টোবর থেকে মনোনয়নের ক্ষেত্রে বিশদ প্রদান করা প্রয়োজন হবে। যেসমস্ত বিনিয়োগকারীরা তা করবেন না, তাদের একটি ঘোষণাপত্র পূরণ করতে হবে। ঘোষণাপত্রে মনোনয়নের সুবিধা দিতে হবে।

৪) এলপিজির দামে পরিবর্তন আসতে চলেছে : মাসের প্রথম দিন গ্যাসের দাম ঠিক করে বিভিন্ন তেল কোম্পানি। এমতাবস্থায় আগামী ১ অক্টোবর থেকে LPG এর দাম একটু বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

gas cylinder

৫) নতুন নিয়ম লাগু হতে চলেছে পরিবেশ দূষণ রোধ করতে : বায়ু দূষণের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ১ অক্টোবর থেকে Delhi-NCR এ গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে। প্রসঙ্গত Delhi-NCR এ বায়ু দূষণ শীতকালে চরম উদ্বেগজনক অবস্থায় পৌঁছে যায়। গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের অধীনে, দূষণ বৃদ্ধিতে সহায়ক সেই সমস্ত কাজ এবার থেকে নিষিদ্ধ করা হবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button