চলছে বড় অফার! এই রাখি পূর্ণিমায় মাত্র ৭৫০ টাকায় কিনুন গ্যাস সিলিন্ডার

চলতি বছরে রাখি বন্ধন কবে সেই নিয়ে বিভ্রান্তি থাকলেও থাকতে পারে কিন্তু LPG গ্যাস-এর দাম যে কমেছে তার নিয়ে কোনো বিভ্রান্তি নেই। এর আগে গত ৬ জুলাই বাড়ানো হয়েছিলো রান্নার গ্যাসের দাম। অপরদিকে ১ আগস্ট কমানো হয়েছিলো বানিজ্যিক গ্যাসের দাম।

   

যাইহোক, বিভ্রান্তি দূর করতে দেশের সবচেয়ে বড় তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) রান্নার গ্যাসের দাম জানিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ভর্তুকিযুক্ত এলপিজির একটি বোতলের (৫ কেজি) দাম কমেছে ৬.৫২ টাকা। অপরদিকে ভর্তুকি ছাড়া সেই গ্যাসের বাজারমূল্য কমেছে ১৩৩ টাকা। এবং এই হিসেবে দিল্লিতে যে সিলিন্ডারের দাম ছিলো ৫০৭.৪২ টাকা তার এবার মিলবে ৫০০.৯০ টাকায়। আর এই নতুন দাম শুরু হবে শুক্রবার মধ্যরাত্রি থেকে।

এবার আসি সেই সিলিন্ডারের কথায় তার দাম দিল্লিতে ৭৫০ টাকা লখনৌতে ৭৭৭ টাকা, জয়পুরে ৭৫৩ টাকা, পাটনায় ৮১৭ টাকা এবং ইন্দোরে ৭৭০ টাকা। এটি ১৪.২ কেজির সিলিন্ডারের চেয়ে হালকা হয় কারণ এতে ১০ কেজি গ্যাস (composite cylinder) থাকে। এর আগে একটি সিলিন্ডারে দাম ১৪.১৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিলো। পাশাপাশি নভেম্বর মাসে ভর্তুকিযুক্ত এলপিজির দাম বেড়েছিলো ২.৯৪ টাকা।

ইন্ডিয়ানওয়েলের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় এবং ভারতীয় টাকার মান বেড়ে যাওয়ায় ভর্তুকিহীন গ্যাসের দাম ১৩৩ টাকা কমানো সম্ভব হয়েছে। এখন দিল্লিতে এর দাম পড়বে সিলিন্ডার পিছু (১৪.২ কেজি) ৮০৯.৫০ টাকা।

ভর্তুকি মূল্যে নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর : সরকার থেকে ভর্তুকির টাকা এমনভাবে দেওয়া হয় যাতে তা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে। একটি সিলিন্ডারের দাম নির্ধারিত হয় আন্তর্জাতিক বাজারদরের উপর ভিত্তি করে। এবং এই ভিত্তিতেই প্রতিমাসে ভর্তুকির পরিমাণেরও পরিবর্তন হতে থাকে। আন্তর্জাতিক স্তরে যখন গ্যাসের দাম বৃদ্ধি পায় সরকার তখন ভর্তুকির টাকা ভাড়ায় একইরকমভাবে দাম কমলে ভর্তুকির টাকা কমানো হয়‌।

আসুন দেখি বড় শহরে 10 কেজি সিলিন্ডারের রেট (মিউনিসিপ্যাল রেট) :
দিল্লি ৭৫০
মুম্বাই ৭৪০
কলকাতা ৭৬৫
চেন্নাই ৭৬১
লক্ষ্ণৌ ৭৭৭
জয়পুর ৭৫৩
পাটনা ৮১৭
ইন্দোর ৭৭০
আহমেদাবাদ ৭৫৫
পুনে ৭৫২
গোরখপুর ৭৯৪
ভোপাল ৭৫৫
আগ্রা ৭৬১
রাঁচি ৭৯৮

সিলিন্ডারে ওজন সাত কেজি কম হবে : প্রায় ৬ দশকের যাত্রার পর, গ্যাস কোম্পানিগুলি ঘরোয়া সিলিন্ডারের মডেলের কিছু ছোটো পরিবর্তন করতে চলেছে। বাজারে যে কম্পোজিট সিলিন্ডার আসছে তা লোহার সিলিন্ডারের চেয়ে ৭ কেজি হালকা। এতে তিনটি স্তর থাকবে। এখনকার খালি সিলিন্ডার গুলির ওজন হয় প্রায় ১৭ কেজি এবং গ্যাস ভরার পর এর ওজন হয় ৩১ কেজির চেয়ে একটু বেশি। তবে এবার থেকে ১০ কেজি ওজনের একটি সিলিন্ডারে ১০ কেজি গ্যাসই থাকবে।

১৪.২ কেজি সিলিন্ডারের দাম (মোট টাকা)
আইজল ১২০৫
শ্রীনগর ১১৬৯
পাটনা ১১৪২.৫
কন্যা কুমারী ১১৩৭
আন্দামান ১১২৯
রাঁচি ১১১০.৫
সিমলা ১০৯৭.৫
ডিব্রুগড় ১০৯৫
লখনউ ১০৯০.৫
উদয়পুর ১০৮৪.৫
ইন্দোর ১০৮১
কলকাতা ১০৭৯
দেরাদুন ১০৭২
চেন্নাই ১০৬৮.৫
আগ্রা ১০৬৫.৫
চণ্ডীগড় ১০৬২.৫
বিশাখাপত্তনম ১০৬১
আহমেদাবাদ ১০৬০
ভোপাল ১০৫৮.৫
জয়পুর ১০৬৫.৫
বেঙ্গালুরু ১০৫৫.৫
দিল্লি ১০৫৩
মুম্বাই ১০৫২.৫