LPG থেকে শুরু করে ব্যাঙ্ক, রেল! ১ মার্চ থেকে বদলাতে চলেছে এই ৫টি নিয়ম, বিপদে পড়ার আগে জানুন

ফেব্রুয়ারি মাস শেষ হলেই শেষ হবে ২০২২-২৩ অর্থবর্ষ। এবার বেশ কিছু বদল আসছে আগামী ১ মার্চ থেকে শুরু হবে। সেইদিন থেকেই ২০২৩-২৪ অর্থবর্ষ শুরু হতে চলেছে। ঋণ থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের (Liquefied petroleum gas) দাম সহ বিভিন্ন নিয়মে পরিবর্তন আসতে চলেছে।

১)এলপিজি ও সিএনজির দাম বাড়তে পারে : LPG, PNG, CNG এর মতো গ্যাসের দাম বাড়তে পারে। আগেরমাসে দাম বাড়ানো হয়নি, কিন্তু মার্চের শুরুতে দাম বাড়তে চলেছে।

২) ব্যাঙ্কের ঋণ ব্যয়বহুল হতে পারে : আসলে এজন্য দায়ী রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। আরো ভালভাবে বললে এজন্য দায়ী ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি। জিনিসপত্রর দাম বাড়তে থাকায় লাফিয়ে লাফিয়ে বেড়েছে মুদ্রাস্ফীতি, আর সেই সমস্যা থেকে যুঝতে রেপো রেট বাড়িয়েছে RBI। আর সেকারণে বেড়েছে সুদের হার।

৩) সোশ্যাল মিডিয়ায় শর্তাবলীর পরিবর্তন : সোশ্যাল মিডিয়ার রাশ শক্তহাতে ধরেছে ভারত সরকার। টুইটার, ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলিকে ভারতীয় নিয়ম মেনে চলতই হবে। অমান্য করলে দিতে হতে পারে মোটা জরিমানা।

৪) ট্রেনের সময়সূচি পাল্টাতে চলেছে : আগামী সময়ে গ্রীষ্মর দাবদাহ আসতে চলেছে। ১ মার্চ থেকে পণ্যবাহী ট্রেন ও যাত্রীবাহী ট্রেনের সময়সূচি পরিবর্তন হতে পারে।

local train

৫) ব্যাঙ্কের ছুটির দিন : মোট ১২ দিন ছুটি থাকবে ব্যাঙ্ক। হোলি এবং নবরাত্রির কারণে এই মাসে ব্যাংকের ছুটি অনেকটা বাড়বে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button