চিন্তা করতে হবে না কাউকে, আদানি মামলায় নাম ওঠার পর মেগা প্ল্যান বানাল LIC

এলআইসি (Life Insurance Corporation) দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি। LIC বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে নিজেদের এবং গ্রাহকদের ভালো মুনাফা দেয়। আদানি গ্রুপে (Adani Group) বড়সড় বিনিয়োগের জন্য সমালোচনার মুখে পড়ে LIC। এবার তারা নিজেদের ঝুঁকি কমানোর জন্য বড় পদক্ষেপ নিচ্ছে। সংস্থাটি কোম্পানিগুলির ঋণ এবং ইক্যুইটি এক্সপোজার ক্যাপ করার পরিকল্পনা করছে৷
LIC বর্তমানে প্রাইভেট কোম্পানি, গ্রুপ কোম্পানি এবং তাদের ঋণ ও ইক্যুইটি এক্সপোজার ক্যাপ করার পরিকল্পনা করছে। বর্তমানে LIC এর কাছে মোট ৫৩৯ বিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। জানিয়ে রাখি, LIC এর মোট ৪ বিলিয়ন ডলারের লোন এক্সপোজার ছিল আদানি গ্রুপের ওপর। অবশ্য আদানি গ্রুপে বিনিয়োগ করে মোটা অংকের মুনাফাও কামিয়েছে LIC।
হিন্ডেনবার্গ রিপোর্টের পরে আদানি গ্রুপের শেয়ারের পতনের হলে LIC ও প্রশ্নের মুখে পড়ে সেখানে বিনিয়োগ করার জন্য। এবার LIC মার্কেট ক্যাপ বসাতে চায় যাতে ঝুঁকি হ্রাস হয়। ভারতীয় জীবন বীমা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে, কোনো কোম্পানির বকেয়া ইকুইটির ১০ শতাংশ এবং বকেয়া ঋণের ১০ শতাংশের বেশি বিনিয়োগ করবেনা তারা। এরফলে তাদের ক্ষতির পরিমাণও কমবে অনেকাংশে।
যা খবর আসছে তাতে জানা যাচ্ছে যে, ঝুঁকি কমানোর জন্য বিনিয়োগের সীমানা শর্ত রেখেছে সংস্থাটি। আদানি গ্রুপে বড় বিনিয়োগ করেছিল তারা। আপনাদের জানিয়ে রাখি, আদানি পোর্টের ৯.১৪%, আদানি টোটাল গ্যাসে ৫.৯৬%, আদানি এন্টারপ্রাইজে ৪.২৩%, আদানি ট্রান্সমিশনে ৩.৬৫% এবং আদানি গ্রিন এনার্জিতে ১.২৮% অংশীদারিত্ব রয়েছে।
গত কয়েকবছরে দেশের বিভিন্ন কোম্পানিতে বড় পরিমাণ বিনিয়োগ করে LIC। ৩২ জানুয়ারি ২০২৩ এর পরিসংখ্যান অনুযায়ী ইক্যুইটি এবং ঋণ মিলিয়ে তাদের মোট ৩৬,৪৭৪.৭৮ কোটি টাকার হোল্ডিং ছিল। কিন্তু আদানি গ্রুপের শেয়ারের দাম কমলেও সেই উত্তেজনার আঁচ পড়ে LIC এর ওপরেও। তাই এবার এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।