আপনিও কি ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল এক জরুরি খবর। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) নিয়মে এক নতুন বদল আনতে চলেছে। আপনিও যদি বিপদে পড়তে না চান তাহলে পড়ে ফেলুন এই প্রতিবেদনটি।
বিশেষ করে আপনারও যদি একের অধিক ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনার এই প্রতিবেদনটি পড়ে নেওয়া জরুরি বৈকি। আপনি কি জানেন যে ভারতে একজন ব্যক্তির কত ক্রেডিট কার্ড থাকতে পারে? শুধু তাই নয় একের বেশি ক্রেডিট কার্ড থাকার সুবিধা ও অসুবিধাই বা কী সে সম্পর্কে কোনও ধারণা আছে? আজ এই বিষয়েই আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন এই প্রতিবেদনে।
RBI জানাচ্ছে, আপনার কাছে যদি একের অধিক ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে আপনার হবে পোয়া বারো। কারণ যত বেশি ক্রেডিট কার্ড তত বেশি টাকার ক্রেডিটের সীমাও মাত্রা ছাড়াবে। আর বেশি টাকা হাতে পেলেই আপনি অনায়াসেই একের পর এক ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটি করতে পারবেন। এছাড়া দুটি ক্রেডিট কার্ডেরই যদি বিল নিয়মিত ভাবে দেওয়া হয়, তাহলে আপনার ক্রেডিট স্কোরের বৃদ্ধি ঘটে বলে জানা গিয়েছে।
আপনার পেমেন্ট একটি ক্রেডিট কার্ডের মাধ্যমে কেবল একটি সোয়াইপ দিয়েই সম্পন্ন হয়। আপনার নগদ টাকা গোনা বা চেক কাটার প্রয়োজন নেই। আপনার পকেটে যদি ক্রেডিট কার্ড থাকে তবে আপনাকে খুব বেশি নগদ বহন করতে হবে না। আপনি চাইলে ক্রেডিট কার্ডকে ডিজিটাল ওয়ালেটের সাথে লিঙ্ক করতে পারেন। এর মাধ্যমে আপনি এখন কার্ড ছাড়াই ওয়ালেট থেকে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।
এমনকি আপনার যদি একাধিক কার্ড থাকে, তাহলে আপনি একটি কার্ড থেকে অন্য কার্ডে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। তবে একাধিক ক্রেডিট কার্ড থাকলে আপনি কিন্তু লোনের ফাঁদে পড়তে পারেন। এমনকি আপনার ক্রেডিট স্কোরও কমে যেতে পারে। যদি আপনি পেমেন্ট মিস করেন তবে আপনার ক্রেডিট স্কোর কমে যেতে পারে।