রূপে হার মানাবেন ঐশ্বর্য রাইকেও! মিঠুনের আদরের মেয়েকে দেখলে ফেরাতে পারবেন না চোখ

বলিউড জুড়ে রাজ করছেন স্টারকিডরা। কেও নিজের স্থান পাকা করে নিয়েছেন তো কেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউডে পদার্পণ করার। এবার টলিউড তো বটেই বলিউডেরও অন্যতম বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তার মেয়ে দিশানী চক্রবর্তীও (Dishani Chakraborty) কারো থেকে কম জাননা।

মিঠুন চক্রবর্তীর মোট ৩ ছেলে এবং এক মেয়ে। বাবার এমাত্র মেয়ে হওয়ার সৌভাগ্যে মেয়েকে চোখে হারান মিঠুন চক্রবর্তী। ৩ ছেলের একমাত্র বোন হওয়ার সুবাদে দাদাদেরও ভালোবাসার পাত্রী তিনি। যদিও এখানে জানিয়ে রাখি যে, দিশানী আসলে মিঠুনের দত্তকপুত্রী। এক আস্তাকুঁড় থেকে তাকে তুলে নিয়ে এসেছিলেন মহাগুরু।

23915489 829008523948803 5630180401403363658 n

সমস্ত আইন কানুন মেনেই স্ত্রী যোগিতার সঙ্গে দত্তক নেন শিশুকন্যাটিকে। তারপর থেকেই মিঠুনের নিজের মেয়ে হিসেবে বড় হয়ে ওঠছে দিশানী। বর্তমানে তিনি পড়াশোনা করছেন নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে। সেখানে ফিল্ম স্টাডিজ করছেন মিঠুনকন্যা।

এখন থেকেই বেশ বিখ্যাত তিনি। সোশ্যাল মিডিয়ায় রয়েছে ৯২ হাজার ফলোয়ার। দেখতেও হয়েছেন লাবণ্যময়ী। অতি যত্নে, ভালবাসায় দিশানীকে বড় করেছেন মিঠুন। আর দিশানির রূপের চ্ছটায় বলিউড অভিনেত্রীরাও লজ্জা পাবেন। মিঠুনের নয়নের মণি হওয়ার কারণে রীতিমত রাজকন্যার মতোই জীবন কাটান তিনি।

14724548 642049169311407 6872865617025553703 n

যদিও টুকটাক অভিনয়ে দেখা গিয়েছে তাকে। কিন্তু এখনো তাকে সেভাবে বলিউডে ডেবিউ করতে দেখা যায়নি। তিনি বলিউড থেকে যেন কিছুটা দূরত্ব বজায় রেখেই চলছেন। আল পাচিনোর মতো পরিচালকের সামনে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তার বলিউডে আসা স্রেফ সময়ের অপেক্ষা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button