ঋণ মেটাতে কাজের খোঁজে যাচ্ছিলেন বিদেশ, তার আগেই ২৫ কোটি টাকার লটারি জিতলেন অটোচালক

কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। তেমনই এক অটোচালকেরও বড় রাঁধুনি হওয়ার স্বপ্ন সাকার হয়। ঘটনাটা ভারতেরই (India) কেরলা (kerala) থেকে মালয়েশিয়ায় (Malaysia) যাওয়ার। একজন অটোচালক ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা ধার নিয়েছিলেন রান্নার পড়াশোনা শিখতে যাওয়ার জন্য। কিন্তু তারপরেই এমন ভাগ্য বদল ঘটলো, যে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি।
হ্যাঁ ঠিকই ধরেছেন, লটারি পেয়েছিলেন ওই ব্যক্তি। বাম্পার লটারিতে একেবারে ২৫ কোটি টাকা জিতে নেন কেরলের বাসিন্দা। আসলে শনিবার লটারি কাটলেও রবিবার ফল দেখতে যাননি তিনি। কিন্তু ফল ঘোষণা হওয়ার পর তার মোবাইলে বার্তা চলে আসে জেতার।
বিস্মিত অনুপ প্রথমে বিশ্বাস করতে পারেননি তিনি লটারি জিতেছেন। শ্রীবরাহমের অনুপ বলেন যে, ‘‘জানি জিতব না। তাই টিভিই চালাইনি। পরে ফোনে একটা মেসেজ এল। দেখলাম, আমি নাকি জিতে গিয়েছি। আমার বিশ্বাস করতে পারছিলাম না। স্ত্রীকেও দেখিয়েছি।’’ এক ভদ্রমহিলা নাকি ফোন করে তাকে লটারি জেতার ব্যাপারে জানিয়েছিলেন।
এদিকে ব্যাংক থেকে লোন নিয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন তিনি। কিন্তু এবার এত টাকা হতে পাওয়ায় অনুপ ব্যাঙ্ককে জানিয়ে দিয়েছেন যে, আর লোনের প্রয়োজন নেই তার। শুধু তাই না, মালয়েশিয়াও যাচ্ছেন না তিনি। তার ইচ্ছে লটারি জেতার টাকা দিয়ে পরিবারের জন্য কিছু করার। তার প্রথম লক্ষ্য থাকবে বাড়ি বানানোর।
যদিও এই লটারিতে ২৫ কোটি টাকা জিতলেও তার হাতে যাবে মাত্র ১৫ কোটি টাকা। কিন্তু তাতেই বেশ খুশি অনুপ। লটারির টিকিট কাটার সময়ের একটি ঘটনাও তিনি ভাগ করে নিয়েছেন সংবাদ মাধ্যমের সাথে।
অনুপ বলেন, তিনি প্রথমে যখন লটারির টিকিট কাটতে গিয়েছিলেন তখন অন্য টিকিট হাতে তুলেছিলেন কিন্তু পরে মনোভাব পরিবর্তন করে অন্য একটা টিকিট হতে তুলে নেন। আর সেই টিকিট তার ভাগ্যের চাকা পরিবর্তন কর দেয়। অনুপ তার ভাগ্য পরিবর্তনের জন্য এই নিয়ে ২২ বছর ধরে লটারির টিকিট কাটছেন, কিন্তু এই প্রথম বড় পুরষ্কার পেয়েছেন তিনি।