মুখ থুবড়ে পড়েছে পর পর ছয়টি সিনেমা! ব্রহ্মাস্ত্র নিয়ে চিন্তায় করণ জোহর

বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির এক সুপরিচিত পরিচালক করণ জোহর (karan johar)। বলি জগতকে অনেক দুর্দান্ত ছবি উপহার দিয়েছেন তিনি। তবে বর্তমানে করণের ধর্ম প্রোডাকশনের দিন খুব ভালো যাচ্ছেনা। বেশ কিছু সময় হয়ে গেল তার প্রোডাকশন হাউস থেকে কোনো ভালো ছবি দিতে অক্ষম তিনি। একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এমন সময় আসতে চলেছে তার আসন্ন ছবি ব্রহ্মাস্ত্র। আর তাই নিয়ে ইতিমধ্যেই চিন্তিত নির্মাতারা।

আসলে করণের একের পর এক মুভি যেভাবে ব্যর্থ হয়েছে তাতে দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনি কি জানেন সেই ব্যর্থ হওয়ার তালিকা? চলুন দেখি করণের কোন কোন মুভি নিয়ে উচ্ছাস তুঙ্গে থাকলেও পারফর্ম করতে পারেনি মোটেই।

১) গোরি তেরে প্যায়ার মে

ছবিতে করিনা কাপুরকে দেখা গেলেও গল্প জমে ওঠেনি। স্বভাবতই তাই এই গল্পকে মানুষ তেমন পাত্তা দেয়নি। যদিও গানগুলো খুব হিট হয় কিন্তু ছবিটি হলে মুখ থুবড়ে পড়ে।

maxresdefault (20)

২) ব্রাদার্স

সিনেমায় একসাথে দেখা গিয়েছিল সলমন খান এবং সিদ্ধার্থ মালহোত্রাকে। কিন্তু ছবিতে এই জুটি মোটেই ক্লিক করেনি। তাই দর্শকও বেমালুম এই ছবিকে গোল্লা দিয়ে দেয়।

maxresdefault (21)

৩) ওকে জানু

আশিকি ২ এর বিখ্যাত জুটি আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুর কে নিয়ে পুনরায় আবার অনস্ক্রিন রোম্যান্স দেখানোর চেষ্টা করলেও পুরোপুরি ব্যর্থ হয় তা। এই ছবির গান দর্শকদের মুখে মুখে ঘুরলেও ছবিটি বক্স অফিসে নিজের নাম কামাতে চূড়ান্ত ব্যর্থ হয়।

1609087953322748 0

৪) কলঙ্ক

বলিউডের একাল সেকালের বহু বিখ্যাত অভিনেতাদের নিয়ে তৈরী হয় ছবিটি। বিশাল বাজেটের এই সিনেমা চূড়ান্ত ব্যর্থ হয় বক্স অফিসে। কিন্তু সিনেমার গানগুলো আজও মানুষের মুখে মুখে রয়ে গেছে।

maxresdefault (22)

৫) শান্দার

শাহিদ কাপুর এবং আলিয়া ভাটের জুটিতে তৈরি এই সিনমার গানগুলি শান্দার হলেও সিনেমাটি মানুষের কাছে গ্রহনযোগ্য হয়নি।

maxresdefault (23)

পরপর এতগুলো ছবি ফ্লপ হওয়ায় আসন্ন ব্রহ্মাস্ত্র ছবি যে সাফল্যের মুখ দেখবে তাই নিয়ে সন্দেহে রয়েছেন নির্মাতারা।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button