লন্ডভন্ড চারিদিক, এ কী অবস্থা দিঘার! সতর্ক পর্যটকরা, ছবি দেখে চোখে জল আসবে

মরশুমের প্রথম কালবৈশাখীর (Kalbaisakhi) ঝড়েই লন্ডভন্ড উপকূলবর্তী এলাকা। ঝড়ের তান্ডবে দিঘার (Digha) রামনগর এগরা সহ কাঁথি ও তমলুকের বিস্তীর্ণ এলাকা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনো বৈশাখ মাস আসেনি, কিন্তু তার আগেই ভরাফাগুনে কালবৈশাখী তার দাপট দেখাতে শুরু করেছে। তার জেরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে রামনগর ও এগরা ১ নম্বর ব্লক এলাকায়।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝড় এবং শিলাবৃষ্টি চলে জেলার ওপর দিয়ে। আর সেই কারণে এগরা ১ নম্বর ব্লকের কামারডিহা, কুদি, অলংগিরি এলাকা এবং রামনগরের মৈতনা সহ বিভিন্ন এলাকা ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঝড় এবং বৃষ্টির কারণে রাস্তার ওপর ভেঙে পড়ে রয়েছে বড় বড় গাছ।

digha 1 1

সাথে আবার একাধিক ইলেকট্রিক খুঁটি ঝড়ের প্রভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোও ভেঙে পড়ে রয়েছে রাস্তার ওপর। খবর পেয়ে সেখানে বিদ্যুৎ দফতরের লোক এসে উপস্থিত হয়। তারপর সেই বিদ্যুতের তার সরানোর ব্যবস্থা করে প্রশাসন। গাছ ভেঙে রাস্তায় পড়ে থাকার কারণে ব্যহত হয় যান চলাচল।

সাথে উপকূলের সামনে অবস্থিত কিছু মাছের আড়ৎও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসবের মধ্যে কিছুটা খুশি ধানচাষীরা। বিশেষ করে ধানের শীষ আসার আগে এই বৃষ্টি কাজে আসবে তাদের। দীর্ঘ ৬ মাস পর বর্ষণ হওয়ায় স্বস্তিতে কৃষকরা। বৃষ্টিপাতের কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে। তবে পর্যটকদের সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। আপাতত দিঘায় বৃষ্টি চলবে আরো কয়েকদিন।

digha 4 1

আগামী মঙ্গলবার অবধি বৃষ্টি চলতে পারে। সাথে বজ্রবিদ্যুতেরও সম্ভবনা জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া দিঘাতে ঘোরার উদ্দেশ্যে যাওয়া পর্যটকদেরও সতর্ক করা হয়েছে। আপাতত আবহাওয়াতে পরিবর্তন আসবেনা তেমন। বৃষ্টিপাতের তাপমাত্রাও বেশ কমের দিকেই থাকবে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button