সুখবর! জোকা-তারাতলা মেট্রো উদ্বোধন করেই বড় ঘোষণা রেল মন্ত্রীর, বেঁধে দিলেন ‘সময়সীমাও’

গতকাল, অর্থাৎ ৩০ শে ডিসেম্বর বাংলার জন্য এক বিশেষ দিন ছিল। বন্দে ভারতের যাত্রা শুরু হয় এইদিন থেকে। একইসাথে কলকাতার বুকে শুরু হয় বহু প্রতীক্ষিত জোকা-তারাতলা মেট্রো পরিষেবা। স্বয়ং প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা থাকলেও মাতৃ বিয়োগের কারণে তিনি সেখানে সশরীরে উপস্থিত থাকতে পারেননি।

ভার্চুয়াল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফ্লাগ অফ করেন বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা তারাতলা মেট্রো লাইনের। তারই সাথে আরো বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি হাওড়া থেকে জোকাতে পৌঁছান বন্দে ভারতের উদ্বোধনের কাজ খতম করে।

metro 5d12db473803f

জোকা মেট্রোতে গিয়ে নয়া স্মার্ট কার্ডের উদ্বোধন করেন, যেখানে জি-টোয়েন্টি স্মারক রয়েছে। আগামী ২ তারিখ থেকে এই লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে। কিন্তু ২ তারিখেও এই লাইন পুরোপুরি কাজ করবেনা। লাইনের সিগন্যালে সমস্যা থাকার কারণে ওয়ান লাইন ওয়ান ট্রেন সিস্টেমে কাজ করবে। তাহলে কবে থেকে পুরোপুরি কাজ শুরু হবে? সেই উত্তরও দিয়েছেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রীর দাবি, “আগামী ১২-১৫ মাসের মধ্যে এই রুটের আরও ১২ কিলোমিটার মেট্রো লাইনের কাজ করা হবে। এই কাজের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ১০,২৬২ কোটি টাকা বরাদ্দ করেছেন। ২০১৪ সাল পর্যন্ত এই প্রকল্পে ফি বছর মাত্র ২ হাজার কোটি টাকা করে বরাদ্দ করা হতো। তাই কাজ প্রায় কিছুই এগোয় নি। এখন তার থেকে কয়েক গুণ বেশি বরাদ্দ করা হচ্ছে।”

kolkata metro pti 1563129695

বাংলার রেল প্রাপ্তির দিনে এই উপহারে বেশ খুশির হওয়া। দৈনন্দিন যাত্রাতে ব্যাপক সুবিধা পাওয়া যাবে এক্ষেত্রে। প্রসঙ্গত, প্রস্তাবিত রুটে তারাতলা রুটের পরবর্তী স্টেশনগুলো হতে চলেছে মাঝেরহাট, মোমিনপুর, খিদিরপুর ভিক্টোরিয়া পার্কস্ট্রিট এবং এসপ্ল্যানেড। এখন দেখার কত জলদি এই লাইনে কাজ শুরু হয়।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button