১৫০ টাকারও কমে আনলিমিটেড কল-ডেটা, ১১ মাস ভ্যালিডিটি! Jio-র এই প্ল্যানের সামনে ফেল Airtel

একটা সময় ভারতে একদম বিনি পয়সায় পরিষেবা দিতে শুরু করে জিও। তারপর অবশ্য কয়েকটি প্ল্যান ঘোষণা করা হয় সংস্থার তরফে। শুরুর দিকে স্বল্পমূল্যে রিচার্জের ঘোষণা করলেও পরবর্তীতে প্ল্যানের দাম বাড়ে। কিন্তু এখন দেশের অন্দরে সমস্ত টেলিকম অপারেটর প্রায় একই দামে রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে।

Jio হোক কি Airtel অথবা Vi, সমস্ত কোম্পানির প্ল্যানের দাম মোটামুটি একই। তবে Jio এখনো কিছু সস্তা প্ল্যান অফার করে। আর সেরকমই একটি প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি আমরা। এই প্ল্যানের দাম ১৫৫৯ টাকা। কী কী সুবিধা মিলবে সেখানে? চলুন জানাই আপনাদের।

এই রিচার্জ প্ল্যানে, আপনি ডেটা, কলিং, এসএমএস সহ অন্যান্য অনেক সুবিধা পাবেন। প্রথমেই জানিয়ে দিই এটি একটি দীর্ঘ মেয়াদী প্ল্যান, যা ৩৩৬ দিন অর্থাৎ ১১ মাসের বৈধতার সাথে আসে। অর্থাৎ প্রতি মাসে আপনাকে ১৫০ (১৪১.৭২ টাকা) টাকারও কম খরচ করতে হবে রিচার্জের জন্য। jio

জিওর এই প্ল্যানে, ব্যবহারকারীরা মোট ২৪ জিবি ডেটা পেয়ে যাবেন। অতিরিক্ত ডেটা ব্যবহার করতে চাইলে ডেটা ভাউচার কিনে নিতে পারেন। সাথে রয়েছে আনলিমিটেড ফোন কলের সুবিধা। এছাড়া মোট ৩৬০০ এসএমএস পাঠাতে পারেন আপনি।

ডেটা-কলিং ছাড়াও, মিলবে জিও অ্যাপের সাবস্ক্রিপশন। Jio TV, Jio Cinema, Jio Security এবং Jio Cloud এর অ্যাক্সেস পেয়ে যাবেন। আসলে এই প্ল্যানটি দীর্ঘ সময়ের রিচার্জ যারা করেন তাদের জন্য বিরাট উপযোগী।