শুধুমাত্র এই স্মার্টফোন গুলিতেই চলবে Jio 5G, আপনার মোবাইল তালিকায় আছে তো?

দেশে শেষ হয়েছে 5G এর নিলাম প্রক্রিয়া। খুব শীঘ্রই দীপাবলির আগে সারাদেশে রোলআউট হতে চলেছে 5G পরিষেবা। আর তারই মধ্যে 4G এর বাজার দখল করার পর এবার দেশের সবচেয়ে বড় 5G কোম্পানি হতে চলেছে রিলায়েন্স জিও (Jio)। তারা সবচেয়ে বেশী টাকা দিয়ে কিনে নিয়েছে সবচেয়ে বেশী স্পেকট্রাম ব্যান্ড।

জিও 700MHz, 800MHz, 1800MHz, 3300MHz এবং 26 GHz ব্যান্ডে স্পেকট্রাম অধিগ্রহণ করেছে। তবে দেশে 5G পরিষেবা শুরু হওয়ার বহু আগেই লঞ্চ হয়ে গেছে 5G স্মার্টফোন। সর্বপ্রথম এই ফোনগুলি ফ্ল্যাগশিপ সেগমেন্টে আসতে শুরু করে, তারপর মিড-রেঞ্জ এবং এখন কম বাজেটেও 5G স্মার্টফোন আসতে শুরু করেছে।

ভারতে 5G এর চল এবারে শুরু হলেও 5G স্মার্টফোন বিগত ২ বছর ধরেই লঞ্চ হয়েছে। আর তাতে বেশ সমস্যার মুখে পড়ে ফোন কোম্পানিগুলো। স্মার্টফোন নির্মাতাদের বাজারে এমন ফোন লঞ্চ করতে হচ্ছিল যেগুলি অনেক ব্যান্ডকে সমর্থন করে। বেশিরভাগ স্মার্টফোন 4 বা 5 ব্যান্ড সমর্থন করে। এবার কিছু স্মার্টফোনে 11 থেকে 12 ব্যান্ডের সমর্থন পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হল, কোন ব্যান্ডে টেলিকম সংস্থাগুলি তাদের 5G পরিষেবা দেবে।

দেশে 5G পরিষেবার কথা উঠেলেই সবার প্রথমে আসে জিওর নাম। এই মুহূর্তে Jio 5G মার্কেটে সবচেয়ে বড় খেলোয়াড়। তারা 22টি সার্কেলে 5G স্পেকট্রাম পরিষেবা সরবরাহ করার লাইসেন্স অধিগ্রহন করেছে। এর মধ্যে লো-ব্যান্ড, মিড-ব্যান্ড এবং mmWave সবধরনের স্পেকট্রামই রয়েছে।

5G ব্যান্ডগুলি সাধারণত N-সিরিজ দিয়ে শুরু হয়। জিও N28, N5, N3, N77 এবং N258 ব্যান্ডে স্পেকট্রাম কিনেছে, আর এর ফলে তারা Pan India 5G পরিষেবা 700MHz অর্থাৎ N28 ব্যান্ডে দিতে পারবে। এখন আপনার ফোনে যদি নির্দিষ্ট ব্যান্ড গুলি না থাকে, তবে আপনি আর 5G পরিষেবা পাবেননা।

সদ্যই ভারতে লঞ্চ হয়েছে iQOO 9T, কোম্পানির সাইট থেকে জন্য যাচ্ছে যে এই স্মার্টফোনটি n1, n3, n5, n8, n28, n40, n41, n77, n78 ব্যান্ডগুলিতে 5G পরিষেবা কাজ করবে। Jio 5G এই স্মার্টফোনে চলবে দুর্দান্ত। এছাড়া Xiaomi সদ্যই লঞ্চ করেছে Redmi K50i। ফোনটি N1, N3, N5, N7, N8, N20, N28A, N38, N40, N41, N77, N78 ব্যান্ড সমর্থন করে। এক্ষেত্রেও Jio 5G চলবে দুর্দান্ত গতিতে। আপনিও স্মার্টফোন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন কোন কোন ব্যান্ডের 5G পরিষেবা পাবেন আপনার ফোনে।

jio

তাছাড়া আপনি অ্যাপল বা স্যামসাং এর যেকোনো ফ্ল্যাগশিপ মোবাইলে পেয়ে যাবেন 5G পরিষেবা। বাজেটের মধ্যে একমাত্র Motorola রয়েছে যাদের সমস্ত স্মার্টফোনই ভারতের প্রত্যেকটি 5G ব্যান্ডকে সমর্থন করে।