১০০ কোটি টাকা ব্যয়! জানুন কতদূর এগোল দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ

দীঘাকে (Digha) আরো চিত্তাকর্ষক বানানোর লক্ষ্যে এবার পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘাতেও তৈরী হচ্ছে জগন্নাথ মন্দির। ১০০ কোটি টাকার খরচে তৈরি করা হবে সেই মন্দির। আর মন্দিরের কাজ এগোচ্ছে জোর কদমে। মন্দিরের নির্মাণ কার্যের দায়িত্ব দেওয়া হয়েছে HIDCO কে। তারা জানাচ্ছে যে, আগামী বছর শেষ হওয়ার আগেই নির্মাণ সম্পূর্ন হবে এই মন্দিরের।
দীঘা এমনিতেই রয়েছে বেশ বিখ্যাত ট্যুরিস্ট স্পট। কিন্তু দীঘাকে আরো বেশি আকর্ষক বানানোর লক্ষ্যে মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। মন্দিরের উদ্বোধন সম্পূর্ন হলে দীঘা আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে পর্যটকদের মধ্যে। আর এই কারণে দীঘা উন্নয়ন পর্ষদের সাথে হিডকোর অফিসাররা দ্বিগুণ গতিতে কাজ করে যাচ্ছেন।
এই নির্মাণ সম্পর্কে দিঘা উন্নয়ন পর্ষদের আধিকারিক মানসকুমার মণ্ডল জানান যে, ‘‘মন্দির নির্মাণের জন্য কোনও জমি অধিগ্রহণ করা হয়নি। সরকারি জমিতেই নির্মাণের কাজ শুরু হয়েছে এ বছরের এপ্রিল থেকে। ইতিমধ্যে প্রকল্পের সীমানার কাজ শেষ হয়েছে। সেই সঙ্গে মূল মন্দিরের কাজও শুরু হয়ে গিয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’’ এছাড়া এও জানান যে, মন্দিরের ভিতরে থাকবে পার্কিংয়ের ব্যাবস্থা, থাকবে পুজোর ডালা, ফুল ইত্যাদির স্টল।
মানসবাবু এই মন্দির সম্পর্কে আরো জানান যে, ‘‘দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে অন্যতম এই জগন্নাথ মন্দির। দীঘায় বেড়াতে আসা পর্যটকদের কাছে এই মন্দির আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।’’ আসলে এতদিন দীঘার সমুদ্রসৈকতের পাশপাশি পার্ক, বোটিং এর সুবিধা সহ অনেক ব্যবস্থা রয়েছে মনোরঞ্জনের। এবার সেই তালিকার নবতম সংযোজন জগন্নাথ মন্দির।
কোথায় তৈরি হবে এই মন্দির : জানা যাচ্ছে মন্দিরটি ওল্ড দিঘাগামী সড়কের পাশে তৈরি হচ্ছে। আর এই মন্দির প্রায় ২০ একর জায়গা জুড়ে তৈরি হবে। জানা যাচ্ছে ইতিমধ্যেই নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে। আর এই মন্দির তৈরীর জন্য ব্যবহার হচ্ছে রাজস্থানের বংশী পাহাড়পুরের বালিপাথর। প্রসঙ্গত মন্দিরের মূল অংশের উচ্চতা হবে ৬৫ মিটার। আর এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে।