বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় প্রতিদিনই নানান ইন্টারভিউ (Interview) প্রশ্ন ভাইরাল হয়। বলে দিই, চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ হয়। চাকরির ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ রাউন্ডও বেশ গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউ রাউন্ডে যদি আপনি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাহলে চাকরি পাওয়ার আশা ক্ষীণ হয়ে যায়। আর এই ইন্টারভিউ রাউন্ডে সহজ কিন্তু নার্ভাসনেসের কারণে মানুষ প্রশ্ন শুনে বিভ্রান্ত হয়ে পড়ে।
ইন্টারভিউয়ের সময় যে প্রশ্নগুলো করা হয় সেগুলো খুবই সহজ ও সরল যেগুলো দৈনন্দিন জীবনেও ব্যবহার করা হয়। কিন্তু অনেক পরীক্ষার্থীই এই ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয় না। তাই আজ আমরা আপনার জন্য এমন 10টি প্রশ্নের একটি তালিকা নিয়ে এসেছি, যা আপনাদের ইন্টারভিউ রাউন্ডে জিজ্ঞাসা করা হতে পারে।
1) প্রশ্নঃ কে পাঁচ মিনিটের রাস্তা যেতে এক ঘণ্টা সময় নেয়?
উত্তর :- ভাবতেই পারেন কচ্ছপ জাতীয় কিছু, কিন্তু না। আসল উত্তর ঘণ্টার কাঁটা।
2. প্রশ্ন: হলুদ ও নীল রংকে একসঙ্গে মেশালে কোন রং পাওয়া যাবে?
উত্তর: সবুজ।
3. প্রশ্নঃ আচ্ছা বলুন কোন দেশ প্রথম আবিষ্কার করে যে, চাঁদে জল আছে?
উত্তর: আপনার উত্তর যদি আমেরিকা হয় তাহলে আপনি একেবারেই ভুল, কারণ আসল উত্তর হলো আমাদের নিজেদের দেশ ভারত।
4. প্রশ্নঃ সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় এবং একজন পুরুষ লুকিয়ে রাখে?
উত্তরঃ পার্স।
5. প্রশ্ন: পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তরঃ শরৎকালে।
6. প্রশ্ন: ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?
উত্তর:- আন্না রমজান মালহোত্রা।
7. প্রশ্ন: এমন কোন জিনিস রয়েছে যা সোনার তৈরি কিন্তু স্বর্ণকারের দোকানে পাওয়া যায় না?
উত্তরঃ সোনার খাট।
8. প্রশ্নঃ সিগারেটকে বাংলায় কী বলে??
উত্তর: ধূমপান দণ্ড।
9. প্রশ্নঃ যে জিনিসটি মাসে একবার আসে এবং 24 ঘন্টা পূর্ণ হলে চলে যায় তাকে কী বলে?
উত্তরঃ তারিখ।
10. প্রশ্নঃ কী এমন জিনিস যা মেয়েরা একবারই করে, ছেলেদের বারবার করতে হয়?
উত্তরঃ শ্মশান যাত্রা (আসলে, ধর্মমত অনুসারে নারীদের শ্মশান যাওয়া নিষেধ। কেবল তারা মারা যাবার পরেই সেখানে প্রবেশ করতে পারেন। তবে, বর্তমান সময়ে এই নিয়ম অনেকটাই পাল্টেছে।)