ভারতের একমাত্র এই রেল স্টেশনেরই নাম ‘মসজিদ”, জানুন এই নামকরণের পিছনের কারণ

ভারতে (India) এমন কিছু জায়গা আছে যেগুলোর নাম খুবই অদ্ভুত এবং সাধারণ নামের থেকে একদমই আলাদা। আবার সেই নামগুলোর পিছনে কিছুনা কিছু গল্পও জুড়ে রয়েছে। বিশেষ করে রেল স্টেশনের কথা বললে ভারতে অবাক অবাক কিছু তথ্য উঠে আসবে। কিন্তু মুম্বাইয়ের মসজিদ বন্দর রেলওয়ে স্টেশনের ব্যাপারে আজ আমরা আলোচনা করতে চলেছি।

এরকম নামকরণের কারণ জানেন কী? মসজিদ বন্দর রেলওয়ে স্টেশন হল দক্ষিণ মুম্বাই (মুম্বাই) অঞ্চলের একটি রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনটি অতি প্রবীণ, সেই ১৮৭৭ সালে রেল চলাচল শুরু হয়েছিল। স্টেশনটির এরকম নামকরণের পেছনের অন্যতম কারণ হলো স্টেশনের সাথে একটি মসজিদটি সংযুক্ত রয়েছে তাই এরকম নাম রয়েছে।

আবার স্টেশনটির পাশেই রয়েছে মসজিদ বন্দর সেতু। যদিও এই স্টেশন নিয়ে খুব বেশি গল্প জানা যায়নি, তবে জানিয়ে রাখি যে, এই স্টেশনের আশেপাশে পাইকারি বাজারের কারণে প্রচুর ভিড় হয়। স্টেশনের পুর্ব দিকে রয়েছে আয়রন মার্কেট, পশ্চিম দিকে ডায়মন্ড ট্রেডার্স মার্কেট। স্টেশনটির খুব কাছেই রয়েছে ছত্রপতি শিবাজি টার্মিনাস। এই স্টেশনে যাওয়ার সময় সমস্ত ট্রেন মসজিদবন্দর স্টেশন হয়েই যায়।

জানিয়ে রাখি যে, স্টেশন থেকে একটু এগিয়ে গেলে মুম্বা দেবী নামে একটি প্রাচীন মন্দিরও রয়েছে। গোটা মুম্বাইনগরীর নাম এসেছে এই দেবীর নামে। যদিও বর্তমানে নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে ওই স্টেশনের।

mumbai 03 2016 61 masjid station

এছাড়া এখানে আরো কিছু রেলস্টেশনের বিষয়ে জানানো হলো যাদের নাম খুবই অদ্ভুত
১) বাবা : এই রেলওয়ে স্টেশনটি রাজস্থানের যোধপুরে অবস্থিত।
২) নামহীন রেলওয়ে স্টেশন : এটি পশ্চিমবঙ্গের এমন একটি রেলওয়ে স্টেশন যার কোনো নাম নেই।
৩) আটারি স্টেশন : এই স্টেশনটি অন্যান্য স্টেশনের থেকে বেশ আলাদা। এটাই ভারতের প্রথম রেলওয়ে স্টেশন যেখানে যেতে ভিসা লাগে। স্টেশনটি অমৃতসরে অবস্থিত যেখানে ভারত-পাকিস্তান সীমান্তে হওয়ায় স্টেশনটি কঠোর নিরাপত্তা নজরদারির মধ্যে রয়েছে।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button