চেয়ে দেখবে গোটা বিশ্ব! ভারতে তৈরি হচ্ছে সবথেকে আধুনিক ও বিলাসবহুল ট্রেন স্টেশন, প্রকাশ্যে এল ছবি

ভারতের (India) উন্নতি এখন চোখে পড়ার মতো। একের পর পরিকাঠামো নির্মাণ করে সারাবিশ্বের নজর কেড়ে নিচ্ছে নয়া ভারত। ভারতের এই নবনির্মানে রেল (Indian Railways) আলাদাই গুরুত্ব পেয়েছে। ২০১৪ সালের পর থেকে যেভাবে রেলওয়ের আধুনিকরণ করা হয়েছে তাতে অবাক অনেকে। আজ তেমনই একটি রেলস্টেশনের আধুনিকরণের ব্যাপারে জানাতে চলেছি যা দেখে অবাক হয়ে জানেন আপনি।
ভারতের অন্যতম প্রাচীন এবং ব্যস্ততম রেল স্টেশনের একটি হলো দেশের রাজধানী দিল্লির রেল স্টেশন। দেশের একেবারে কেন্দ্রস্থলে হওয়ার কারণে দিল্লীর গুরুত্ব অপরিসীম। এবার মোদী সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী নয়া দিল্লি রেল স্টেশনকে একেবারে নতুনভাবে পুনঃনির্মাণ করবে রেল।
এই প্রস্তাব এসেছে রেল মন্ত্রণালয় এর তরফ থেকে। রেলের তরফে টুইটারে প্রস্তাবিত ভাবী নকশার রেন্ডারিং প্রকাশ করা হয়েছে। আর ছবিগুলি প্রকাশ্য আসার চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছে অনেকের। দেশের রাজধানীর জন্য যে ডিজাইন করা হয়েছে তা হার মানাবে বিশ্বের উন্নত যেকোন দেশকেও। এমনকি মনে হতে পারে কল্পবিজ্ঞানের কোনো অংশ। কিন্তু এবার সেটাই করে দেখাতে চলেছে মোদী সরকার।
তবে রেল তাদের এই প্রস্তাবিত নয়া নকশা সম্পর্কে অতিরিক্ত কিছু জানায়নি এদিন। কিন্তু এটা জানা যাচ্ছে যে, নয়া দিল্লি রেল স্টেশনের পুনঃনির্মাণের কাজ সম্পন্ন হলে এটাই হবে ভারতের বৃহত্তম ও অত্যাধুনিক রেল স্টেশন। রেলের নয়া ডিজাইন থেকে স্পষ্ট যে সমস্তরকমের সুবিধাই উপলব্ধ থাকবে সেখানে।
এদিকে ভারতীয় রেলের নয়া যোজনার অধীনে এখনো পর্যন্ত ১২১৫ টি রেল স্টেশনকে রেলের “আদর্শ স্টেশন” হিসাবে গড়ে তোলা হয়েছে। রেলের মতে আধুনিকরনের পাশপাশি স্টেশনগুলোকে দৃষ্টি নন্দন করে তোলাও হচ্ছে রেল মন্ত্রকের দ্বারা। মোট ১২৫৩ টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছিল, যার মধ্যে মোট ১২১৫ টি স্টেশনে কাজ সম্পূর্ন করেছে রেল।
Marking a New Era: Proposed design of the to-be redeveloped New Delhi Railway Station (NDLS). pic.twitter.com/i2Fll1WG59
— Ministry of Railways (@RailMinIndia) September 3, 2022
২০২২-২৩ সালের মধ্যে সমস্ত স্টেশনেই কাজ সম্পূর্ন করে ফেলতে চাইছে রেল কর্তৃপক্ষ। তবে আধুনিকীকরণ এর কাজ এক্ষনি শেষ হয়নি, এই শুরু। দেশের ৫২ টি স্টেশনকে বেছে নেওয়া হয়েছে সম্পূর্ন নয়ারুপে ডেভেলপ করার জন্য। প্রসঙ্গত এবার হাওড়া স্টেশনের খোল নলচে বদলে ফেলতে চাইছে রেল। এখন দেখার রেলের এই নয়া প্রক্রিয়া শেষ হতে কত সময় নেয়।