ভারতে প্রথমবার সমুদ্রের নীচ দিয়ে ছুটবে বুলেট ট্রেন, গভীরতা শুনে আপনিও অবাক হবেন

দেশে একেরপর এক হাইস্পিড ট্রেন শুরু করার পর এবার সরকারের লক্ষ্য মুম্বাই আহমেদাবাদ রুটে বুলেট ট্রেন (Bullet Train) ছোটানো। আর এই বুলেট ট্রেন প্রকল্পের দিকে আর এক ধাপ এগিয়ে গেল মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের প্রজেক্ট এই বুলেট ট্রেন প্রকল্প। বহুদিন কাজ থমকে থাকার পর এবার সেই প্রকল্প নিজের গতি ফিরে পেয়েছে।
এবার বুলেটের গতিতে এগোচ্ছে বুলেট ট্রেনের কাজ। সমুদ্রের তলদেশে ৭ কিমি লম্বা টানেল নির্মাণের জন্য টেন্ডার ডেকেছে সরকার। মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোরের জন্য মহারাষ্ট্রে মোট ২১ কিমি লম্বা রেল টানেল তৈরি করা হবে, যার কিনা ৭ কিমি থাকবে জলের নীচে। এবার এই স্থাপত্য তৈরি হলে নির্মাণের ক্ষেত্রে নয়া রেকর্ড গড়বে ভারত।
সাগরের নীচে রেল টানেল এই প্রথমবারের জন্য তৈরি হচ্ছে ভারতে। ন্যাশনাল হাই স্পিড রেল করিডোর (NHSRCL) এবার মুম্বাই আহমেদাবাদ রুটে বুলেট ট্রেনের জন্য টানেল বোরিং মেশিন (TBM) এবং নিউ অস্ট্রিয়ান টানেলিং পদ্ধতি (NATM) ব্যবহার করে ২১ কিমি লম্বা টানেল তৈরির জন্য দরপত্র হেঁকেছে।
টানেলের সূচনা হবে মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে। সেটি একটি আন্ডারগ্রাউন্ড স্টেশন হবে। এরপর সেখান থেকে থানে এলাকার খাঁড়ির দিকে এগিয়ে যাবে ট্রেন লাইন। জানা যাচ্ছে ট্রেন আসা যাওয়ার জন্য মোট ২টি লাইন তৈরি করা হবে। এই টানেল নির্মাণের জন্য ১৩.১ মিটার ব্যাসের কাটার হেড সহ TBM ব্যবহার করা হবে। প্রসঙ্গত, বিভিন্ন শহরে যে মেট্রো সিস্টেম ব্যাবহার করা হয় সেখানে ৫ থেকে ৬ TBM ব্যাবহার করা হয়।
এই প্রকল্পের জন্য তিনটি টানেল বোরিং মেশিনের প্রয়োজন হবে। এখানে প্রায় ১৬ কিমি টানেল তৈরি করা হবে। বাকি ৫ কিমি নিউ অস্ট্রিয়ান টানেলিং মেথড (NATM) এর মাধ্যমে করা হবে। জানা যাচ্ছে প্রায় ২৫ থেকে ৬৫ কিমি পর্যন্ত গভীর হবে এই টানেলটি। আর এই টানলের গভীরতম স্থান হবে শিলফাটার কাছে পারসিক পাহাড়ের নীচে। প্রায় ১১৪ মিটার গভীর হবে সেই টানেল।
ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন মুম্বাই এবং আহমেদাবাদের মধ্যে ৫০৮ কিলোমিটার দৈর্ঘ্যে ভারতের প্রথম হাইস্পিড গতির রেললাইন তৈরি করছে। ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে বুলেট ট্রেনের কাজ। করিডোরের মধ্যে প্রায় ১২ টি স্টেশন তৈরি করা হচ্ছে। প্রকল্প সম্পন্ন করার জন্য সরকার ১.০৮ লক্ষ কোটি টাকা খরচ করবে। ভারতে যে বুলেট ট্রেন ছুটবে তার সর্বোচ্চ গতিবেগ হবে ৩৫০ কিমি প্রতি ঘন্টা এবং গড় ৩২০ কিমি বেগে ছুটবে এই ট্রেন। আর এই বুলেট ট্রেন মুম্বাই থেকে আহমেদাবাদ পৌঁছাবে মাত্র দুই ঘণ্টায়!