মাধ্যমিক পাশেই চালাতে পারবেন ট্রেন! জানুন কীভাবে হবেন লোকো পাইলট, কেমন করে পাবেন চাকরি

রেল (Indian Railways) যেমন পরিবহনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তেমনই দেশের অন্দরে কর্মসংস্থান তৈরীর ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এবার আমাদের মধ্যে অনেকেই ট্রেন (Train) চালানোর অর্থাৎ লোকো পাইলট (Loco Pilot) হওয়ার সদিচ্ছা রাখেন। কিন্তু কীভাবে কী যোগ্যতা লাগে এই পদের জন্য সেটাই জানাচ্ছি আমরা।

শুধুমাত্র মাধ্যমিক পাস (Madhyamik Pariksha) করলেই এই চাকরীর জন্য আবেদন করতে পারেন। কিন্তু কীভাবে আপনি একজন লোকো পাইলট হিসেবে কেরিয়ার গড়তে পারেন?83971052 2779598662124230 2259654355386892288 n

আপনাদের জানিয়ে রাখি যে, ট্রেনের চালককে লোকো পাইলট বলা হয়। লোকো পাইলটের কাজকে গ্রুপ বি-তে রাখা হয়েছে। একজন লোকো পাইলট কর্মচারী ভারতীয় রেলে পরিচালনার কাজ করেন।

কী যোগ্যতা লাগবে : লোকো পাইলট হওয়ার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম বা দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। এরসাথে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং দ্বারা অনুমোদিত একটি প্রতিষ্ঠান থেকে আইটিআই ডিগ্রী থাকাও বাধ্যতামূলক।

train engine

যেকোন ভারতীয় নাগরিক ১৮ থেকে ৩০ বছরের মধ্যে এই পদের জন্য আবেদন করতে পারেন। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমায় ছাড় দেওয়া হয়। শূন্যপদ বের হলে সেখানে পরীক্ষা দিয়ে আপনি লোকো পাইলট পদের জন্য নির্বাচিত হতে পারেন।

➦ আপনার জন্য বিশেষ খবর

Back to top button